পরে বিধানসভা কক্ষত্যাগ করে মহেশতলার ঘটনায় রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান বিজেপি বিধায়করা
ফাইল ছবি।
শেষ আপডেট: 12 June 2025 07:38
দ্য ওয়াল ব্যুরো: আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাস্তবে হলও তাই।
বৃহস্পতিবার বিধানসভা অধিবেশন শুরু হতেই মুর্শিদাবাদ,নদিয়া ও মহেশতলার বিষয়ে আলোচনার দাবি জানান বিজেপি বিধায়করা। স্পিকার অবশ্য সাফ জানিয়ে দেন, 'সাব জুডিস বিষয়ে কোনও আলোচনা নয়।' এরপরই বিধানসভার মধ্যে প্রবল বিক্ষোভে নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়করা। হাতে ছবি ও গেরুয়া উত্তরীয় পরে স্লোগান দিতে থাকেন শুভেন্দুররা। তবে হইহট্টোগোলের মধ্যেও বিধানসভা চালিয়ে যান বিমান বন্দ্যোপাধ্যায়।
স্পিকার বলেন, "এটা পশ্চিমবঙ্গ বিধানসভা, যতই চিৎকার করুক সভা বন্ধ হবে না।"
সম্প্রতি মুর্শিদাবাদ ও নদিয়ার একাংশ হিংসার পরিস্থিতি তৈরি হয়েছিল। এখন অবশ্য সে সব এলাকায় শান্তি ফিরেছে।অন্যদিকে বুধবার হিংসার পরিস্থিতি তৈরি হয় মহেশতলা এলাকায়। এ ব্যাপারে বুধবার রাতেই শুভেন্দু জানিয়েছিলেন, এদিন বিধানসভা অচল করে দেবেন।
সোমবার থেকে শুরু হয়েছে বিধানসভার অধিবেশন। এদিন বিধানসভার শুরুতেই মুর্শিদাবাদ, নদিয়ার পাশাপাশি মহেশতলার হিংসার প্রসঙ্গও টেনে আনেন বিরোধী দলনেতা। এ ব্যাপারে সভায় বিজেপির তরফে দুটি প্রস্তাব নিয়ে আসা হয়।
কিন্তু প্রস্তাব পড়তে দিলেও স্পিকার ওই প্রস্তাব খারিজ করে দেন। বলেন, 'সাব জুডিস ম্যাটার'। এর পরেই শুরু হয় বিজেপি বিধায়কদের স্লোগান। বিক্ষোভ। সেই বিক্ষোভের মধ্যেই অবশ্য সভা চালিয়ে নিয়ে যান স্পিকার। পরে বিধানসভা কক্ষত্যাগ করে মহেশতলার ঘটনায় রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান বিজেপি বিধায়করা
সম্প্রতি অধিবেশনের ভিতরে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে বাইরে বিকৃত করার অভিযোগে বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগও এনেছেন শাসকদলের বিধায়করা। এদিনের ঘটনার পর নতুন করে কোনও পদক্ষেপ করা হয় কিনা, তা নিয়েও বিধায়কের মধ্যে চর্চা শুরু হয়েছে।