শেষ আপডেট: 13th March 2025 12:52
দ্য ওয়াল ব্যুরো: সোমবার থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব (West Bengal Legislative Assembly)। শুরুর দিন থেকেই বিধানসভায় ওয়াকআউট করছে বিরোধীরা (BJP)। বৃহস্পতিবারও তার অন্যথা হল না।
পদ্ম শিবিরের বক্তব্য, শুভেন্দু অধিকারীকে হুমকি দিয়েছেন শাসকদলের বিধায়ক হুমায়ূন কবীর ও সিদ্দিকুল্লা চৌধুরী। এতে শুধু বিরোধী দলনেতা নয়, সারা রাজ্যের সাধারন মানুষ ও ভীত।
এ বিষয়ে এদিন অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপির বিধায়করা। অভিযোগ, অধ্যক্ষ এ বিষয়ে কোনও আলোচনা করতে দেননি। এরই প্রতিবাদে এদিন বিধানসভা শুরুর কিছু পরেই ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। ফলে পরপর চারদিন ওয়াকআউটের সাক্ষী থাকল বিধানসভা।
ক্ষমতায় আসলে তৃণমূলের মুসলিম বিধায়কদের 'চ্যাংদোলা' করে রাস্তায় ছুড়ে ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। গত মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়েই এই মন্তব্য করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। তারই পাল্টা হিসেবে শুভেন্দুকে হুঁশিয়ারি দিয়েছিলেন হুমায়ুন ও সিদ্দিকুল্লা। এই ইস্যুতে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়েছে। এবার শাসক শিবিরের ওপর পাল্টা চাপ তৈরি করতে এদিন হুমকির প্রসঙ্গটি বিধানসভায় টেনে আনে বিরোধীরা।
বিধানসভায় কী কী বিষয়ে আলোচনা হবে, সেই সংক্রান্ত কাগজ দেওয়া হয় বিধায়কদের। মঙ্গলবার তা ছিঁড়ে প্রতিবাদ জানিয়েছিলেন বিজেপি বিধায়করা। এরপরই স্পিকার জানিয়েছিলেন, আগামীদিনে বিজেপি বিধায়কদের বিধানসভা কক্ষে কোনও কাগজ দেওযা হবে না।
একদিনের ব্য়বধানে বৃহস্পতিবার ওই নির্দেশ প্রত্যাহার করে নিয়ে অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় বিজেপি বিধায়ক দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষের উদ্দেশে বলেন, 'বিধানসভার গণতান্ত্রিক নিয়ম মানুন। প্রত্যাশা করব কাগজ ছেঁড়া বন্ধ করবেন। গণতান্ত্রিক রীতিনীতি মেনে চলবেন।" আগামীকাল শুক্রবার দোলের ছুটি। শনি ও রবি বিধানসভা বন্ধ। ফলে সোমবার থেকে আগের মতো বিধানসভার আলোচ্য বিষয়ের কাগজ দেওয়া হবে বিরোধী বিযাকদেরও।
অন্যদিকে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে এদিন সতর্ক করেছেন স্পিকার। ঘুষ দিয়ে রাজ্য স্কচ পুরস্কার পেয়েছে বলে সম্প্রতি বিধানসভায় অভিযোগ করেছিলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। এই অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধেই স্বাধীকার ভঙ্গের নোটিস আনে শাসক দল। সেই নোটিশ এর জবাব দিয়েছেন হিরণ। বৃহস্পতিবার তাঁর জবাবের প্রেক্ষিতে অধ্যক্ষ জানান, "হিরণ প্রথম বারের বিধায়ক, তাই এটি তাঁর অনিচ্ছাকৃত ভুল ধরে নিয়ে তাঁকে অনুরোধ করব তিনি অধিবেশন কক্ষে নিজের ভুল স্বীকার করে নিন আর এইরকম ক্যাজুয়াল রিমার্ক করবেন না।"