শেষ আপডেট: 22nd September 2024 13:35
দ্য় ওয়াল ব্যুরো: এবার বিরোধীদের 'গণপিটুনি'র নিদান দিলেন তৃণমূলের মালদহের জেলা সভাপতি ও মালতীপুরের বিধায়ক আবদুর রহিম বক্সি। অন্যদিকে শাসকদলের নেতাদের 'ডান্ডা মেরে ঠান্ডা' করার হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
শাসক-বিরোধী দু'দলের নেতার হুমকি পাল্টা হুমকি ঘিরে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। তবে দু'জন সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন।
সম্প্রতি ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হয় মালদহের পরিযাযী শ্রমিক মতিউর রহমানের। অভিযোগ, মিথ্যে সন্দেহে তাঁকে গণপিটুনি দিয়ে মারা হয়েছে বিজেপি শাসিত রাজ্যে। ওই প্রসঙ্গ টেনে তৃণমূলের মালদহের জেলা সভাপতি তথা বিধায়ক আবদুর রহিম বক্সি বিজেপি-সিপিএম-কংগ্রেসকে এক বন্ধনীতে রেখে আক্রমণের সুর চড়ান।
তিনি বলেন, "এরপরে বাংলার একজন পরিযায়ী শ্রমিককেও পিটিয়ে মারা হলে বাংলাতেও বিরোধী দলের নেতাদের গণপিটুনি দেওয়া হবে।"
আরজি করের প্রসঙ্গ টেনে তৃণমূল নেতা আরও বলেন, "আরজি করের ঘটনায় মুখ্যমন্ত্রী নিজেই সিবিআই তদন্তের কথা বলেছিলেন। আমরাও চাই, ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি হোক। তবু মুখ্যমন্ত্রীর কুৎসা করে মিছিল হচ্ছে। কিন্তু ভিন রাজ্যে শ্রমিককে পিটিয়ে মার নিয়ে বিরোধীদের কোনও প্রতিবাদ দেখা যায় না।" এরপরই গণপিটুনির হুঁশিয়ারি দেন তিনি।
অন্যদিকে এদিন বাঁকুড়ায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি শোনেন যে তাঁদের লোকজনের ওপর তৃণমূল অত্যাচার করছে। এরপরই ওই কর্মসূচিতে দলের নেতা, কর্মীদের উদ্দেশে সুকান্ত মজুমদারের নিদান, "মার খেয়ে কাঁদতে কাঁদতে আসবেন না, ডান্ডা মেরে ঠান্ডা করে তবে আসুন। বাকিটা আমি বুঝে নেব।" আরজি করের প্রসঙ্গ টেনে টালা থানায় তালা ঝোলানোর হুঁশিয়ারিও দেন তিনি।