Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
বাজারে ছ্যাঁকা! লঙ্কা ২০০, বেগুন ১০০, সবজির দাম হু-হু করে চড়ছে, দায়ী টানা বৃষ্টি?চুল কাটতে বলতেন প্রধান শিক্ষক, কুপিয়ে খুন করল দুই ছাত্র! গুরুপূর্ণিমায় হরিয়ানায় নৃশংসতা‘জীবনের বৃত্তপূরণ হল’, লর্ডসের মিউজিয়ামে সুদৃশ্য প্রতিকৃতি উন্মোচনে আবেগবিহ্বল শচীনহরিয়ানায় বাবার হাতে খুন টেনিস প্লেয়ার রাধিকা যাদব, কারণ নিয়ে অন্ধকারে পুলিশসম্পর্কে টানাপড়েন! প্রেমিকাকে ঘরে আটকে আত্মঘাতী লিভ ইন সঙ্গী, হাতের শিরা কেটে জখম তরুণীও'সবাই ভাবত আমি অপয়া,' সব চূড়ান্ত হয়েও ৯ ছবি থেকে বাদ পড়ে যান বিদ্যালাঞ্চের আগে জোড়া আঘাত! দুই ইংরেজ ওপেনারকে ফিরিয়ে প্রথম অঙ্কের নায়ক নীতীশ রেড্ডিদ্রুত ঘুরবে পৃথিবী! আগামী কয়েকদিনে কমবে দিনের দৈর্ঘ্য, বুঝতে পারবেন আপনিওচিকিৎসক নিগ্রহে কাঞ্চনের শাস্তির দাবি শান্তনুর, কুণাল বললেন, 'ধৈর্য ধরা উচিত ছিল'পরীক্ষায় বসতে পারবেন না 'দাগি'রা, রাজ্য-এসএসসির আবেদন খারিজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও
Diamond Harbour Police

বিস্ফোরক-সহ বিজেপি কর্মী গ্রেফতার মহেশতলার কাছেই! ধৃত আরও চার, বড় সাফল্য রাজ্য পুলিশের

বুধবার রাত ৮টা নাগাদ গোপন সূত্রে তথ্য পেয়ে ওই এলাকা থেকে পুলিশ বিপুল পরিমাণে বিস্ফোরক গুঁড়ো উদ্ধার করে।

বিস্ফোরক-সহ বিজেপি কর্মী গ্রেফতার মহেশতলার কাছেই! ধৃত আরও চার, বড় সাফল্য রাজ্য পুলিশের

এসপি, ডায়মন্ড হারবার

শেষ আপডেট: 12 June 2025 08:25

দ্য ওয়াল ব্যুরো: মহেশতলার ঘটনা (Maheshtala Incident) নিয়ে বৃহস্পতিবার সকালেই সাংবাদিক বৈঠক করেছেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি (SP, Diamond Harbour)। সেখান থেকেই তিনি অবগত করেন, বুধবার রাতে বজবজ থানা অন্তর্গত এলাকা থেকে প্রচুর বোমার মশলাও উদ্ধার হয়েছে। আর এই ঘটনায় মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে যাদের মধ্যে একজন সক্রিয় আরএসএস কর্মী (RSS Worker)।

ডায়মন্ড হারবার পুলিশের তরফে জানান হয়েছে, বুধবার রাত ৮টা নাগাদ গোপন সূত্রে তথ্য পেয়ে ওই এলাকা থেকে পুলিশ বিপুল পরিমাণে বিস্ফোরক (Explosive Metarials) গুঁড়ো উদ্ধার করে। পাশাপাশি তিনটি বাইক যেগুলি এই বিস্ফোরক পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল, সেগুলিও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া বিস্ফোরকের মধ্যে রয়েছে সোডিয়াম পাউডার, ১০ কেজির বেশি অ্যালুমিনিয়াম পাউডার, ফসফরাস ডাস্ট, লাল সালফার এবং লোহার গুঁড়ো। এই উপাদানগুলি বোমা তৈরির জন্য ব্যবহৃত হয়।  

পুলিশ এও জানিয়েছে, মোট ৫ জন ধৃতর মধ্যে নবীন চন্দ্র রায় নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। জেরার সময় ব্যক্তি স্বীকার করেছেন যে তিনি আরএসএস এবং বিজেপির সক্রিয় (BJP Worker) কর্মী। পুলিশের দাবি, রামনবমীর দিন তিনিই বাটা মোড় এলাকায় উপস্থিত ছিলেন, যেখানে মিছিলের পথ এবং ব্যারিকেড নিয়ে ঝামেলা হয়েছিল। ভিডিও ফুটেজে তাঁকে পুলিশ ব্যারিকেড ছুড়তেও দেখা যায়।

স্বাভাবিকভাবে এই গ্রেফতারির ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। মহেশতলার ঘটনার পরই এলাকায় যেতে চেয়ে রাজ্য পুলিশের ডিজিকে আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি শিবিরও ময়দানে নেমেছে শাসক দলের বিরোধিতায়। এই অবস্থায় তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, বিস্ফোরক সহ ধরা পড়েছেন বিজেপি-আরএসএস কর্মী। বোঝাই যাচ্ছে, বিজেপি নেতারা কী কারণে ওই এলাকায় যেতে চাইছেন। কুৎসা রটানোর পরিকল্পনা এবং ষড়যন্ত্র করছে বিজেপি বলে দাবি তাঁর। কুণালের দাবি, বিজেপিই এমন ঘটনা ঘটিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। 

তৃণমূল যুবনেতা দেবাংশুর বক্তব্য, মহেশতলায় বিস্ফোরকগুলি ব্যবহার করার ছক ছিল না বিজেপির, এটা বলা যায় না। যে সময়ে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তার কয়েক ঘণ্টা পরই বজবজ থানা এলাকা থেকে বিজেপি-আরএসএস সক্রিয় সদস্য সহ ৫ জন গ্রেফতার হয়। অন্যদিকে, মহেশতলায় যাওয়ার জন্য উঠেপড়ে লেগেছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। এতেই বোঝা যায় আরও উস্কানি দিয়ে পরিস্থিতি খারাপ করার ছক রয়েছে বিজেপির। 


ভিডিও স্টোরি