শেষ আপডেট: 16th June 2024 19:51
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১০ জুলাই বাংলার চার কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। লোকসভা নির্বাচনের পর সেই প্রস্তুতিতে নেমেছে সমস্ত রাজনৈতিক শিবির। ইতিমধ্যে গত শুক্রবার চার কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। এরপর ওইদিন বিকেলেই কংগ্রেসের জন্য রায়গঞ্জ ছেড়ে বাকি তিন আসনে প্রার্থী তালিকা জানিয়ে দেয় বামফন্ট। যদিও এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। তবে তার আগে উপনির্বাচনের কোন আসনে কে দায়িত্বে থাকবেন সেই তালিকা প্রকাশ করল গেরুয়া শিবির।
রায়গঞ্জ, মানিকতলা, বাগদা এবং রানাঘাটে দক্ষিণ কেন্দ্রে হতে চলেছে এই উপনির্বাচন। রবিবার সন্ধে বিজেপির তরফে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে চার আসনের দায়িত্বপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, রায়গঞ্জ আসনের দায়িত্বে থাকবেন নিখিল রঞ্জন দে। এছাড়াও রানাঘাট দক্ষিণের দায়িত্ব সামলাবেন প্রবাল রাহা, মানিকতলায় দীপাঞ্জন কুমার গুহ এবং আর বাগদা বিধানসভা উপনির্বাচনে কৃষ্ণেন্দু মুখার্জি ও অনল বিশ্বাস।
২০২৪-এর লোকসভা নির্বাচনের ফলাফলে বাংলায় কার্যত 'সবুজ ঝড়' উঠেছিল। ৪২টি কেন্দ্রের মধ্যে ২৯টি কেন্দ্রে জয়ী হয় তৃণমূল, ১২টি যায় বিজেপির ঝুলিতে। ইতিমধ্যে রাজ্যে বিধানসভা উপনির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। বিজেপি সূত্রের খবর, শনিবার রাজ্য বিজেপির কোর কমিটির বৈঠকে চারটি আসনের জন্য মোট ১২ জনের নাম কেন্দ্রীয় নেতৃত্বকে পাঠানো হয়েছে। সব কেন্দ্রেই স্থানীয় নেতাদের প্রার্থী করা হতে পারে, এমন জল্পনাও শুরু হয়েছে।
মানিকতলা বাদে বাকি তিন আসন অর্থাৎ বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জে ২০২১ সালে জিতেছিল বিজেপি। সদ্য শেষ হওয়া লোকসভা ভোটের নিরিখেও রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা বিধানসভা আসনে এগিয়ে গেরুয়া শিবির। তাই উপনির্বাচনেও জয় ধরে রাখতে চায় বিজেপি। সেক্ষেত্রে উপনির্বাচনে বিজেপির প্রার্থী তালিকাতেও চমক থাকতে পারে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।