শেষ আপডেট: 3rd March 2024 19:16
দ্য ওয়াল ব্যুরো: পথ দুর্ঘটনার কবলে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কনভয়। শান্তিপুরে যাওয়ার পথে জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় বিজেপি রাজ্য সভাপতি সহ তাঁর দেহরক্ষীরাও চোট পেয়েছেন। সুকান্তর মাথায় আঘাত লেগেছে।
ধুবুলিয়ায় একটি ফুটবল টুর্নামেন্ট থেকে ফেরার পথে বাবলা বাইপাসের কাছে দুর্ঘটনা ঘটে সুকান্ত মজুমদারের কনভয়ের। স্থানীয় সূত্রে খবর, কনভয়ের সামনে একটি বাস ছিল। তাকে পাশ কাটিয়ে এগনোর চেষ্টা করার সময়ই পুলিশ ব্যারিকেডে ধাক্কা খায় কনভয়ের একটি গাড়ি। তার পিছনে ছিল সুকান্ত মজুমদারের গাড়ি। সেটি আগের গাড়িটিকে ধাক্কা মারে। এতেই তিনি আঘাত পেয়েছেন। যদিও বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, এই ঘটনার পিছনে রাজনৈতিক কোনও ষড়যন্ত্র থাকতে পারে।
সন্দেশখালি যেতে গিয়ে পুলিশি বাধার সম্মুখীন হয়েছিলেন সুকান্ত মজুমদার। সেই সময়ে পুলিশের গাড়ির বনেটে উঠে প্রতিবাদ দেখান বিজেপি রাজ্য সভাপতি। এই প্রতিবাদ দেখাতে গিয়েই গাড়ি থেকে পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন তিনি। পরে জ্ঞানও হারান। এরপর তাঁকে বসিরহাটের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়ে কলকাতায় নিয়ে আসে বিজেপি শিবির। সন্দেশখালির ঘটনায় বিজেপির সাত জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের মুক্তির দাবিতেই সেই প্রতিবাদ কর্মসূচি ছিল।
ওই ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ওপর পুলিশি হামলার অভিযোগে রাজ্যের মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি-সহ পাঁচ পদস্থ কর্তাকে দিল্লিতে তলবও করা হয়েছিল। যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।