র্যাম্পে সুকান্ত মজুদার ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
শেষ আপডেট: 8th December 2024 12:24
দ্য ওয়াল ব্যুরো: একসময় ছাত্র পড়াতেন। তারপর সেখান থেকে চলে আসেন সংসদে। এই মুহূর্তে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর পাশাপাশি রাজ্যের বিজেপি সভাপতিও।
সেই সুকান্ত মজুদারই এবার র্যাম্পে হাঁটলেন। দিল্লির ভারত মণ্ডপমে অষ্টলক্ষ্মী মহোৎসবের ফ্যাশন শোয়ে সুকান্তর র্যাম্প ওয়াকের সঙ্গী ছিলেন আরও এক কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
ওই ফ্যাশন শোয়ে উত্তর-পূর্ব ভারতের পোশাকি ধরণ তুলে ধরার দায়িত্ব বর্তায় সুকান্ত আর সিন্ধিয়ার ঘাড়ে। উত্তর-পূর্ব ভারতের বস্ত্রশিল্প, শিল্পীদের দক্ষতা এবং আঞ্চলিক সংস্কৃতি তুলে ধরতেই দুই কেন্দ্রীয় মন্ত্রী ব়্যাম্পে হাঁটলেন। ভারিক্কী স্বভাবের রাজনীতিক নাকি পেশাদার মডেল, তা দেখে বোঝার উপায় ছিল না।
প্রসঙ্গত, ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য উদযাপনে ভারত মণ্ডপমে অষ্টলক্ষ্মী মহোৎসবের আয়োজন হয়। সেখানেই সিন্ধিয়ার সঙ্গে ব়্যাম্পে হাঁটেন সুকান্ত।
সোশ্য়াল মিডিয়ায় সিন্ধিয়া লেখেন, 'সংস্কৃতি এবং সৃজনশীলতার উদযাপন। উত্তর-পূর্ব ভারতের উজ্জ্বল উপস্থিতি তুলে ধরতে পারার অভিজ্ঞতা দারুণ। প্রত্যেকটি রাজ্যকে সুন্দর ভাবে তুলে ধরা হয়েছিল। সুকান্ত মজুমদারের সঙ্গে এর অংশ হতে পেরে গর্ব হচ্ছে'।