শেষ আপডেট: 12th February 2024 12:26
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালির ঘটনা নিয়ে বিধানসভাতে উত্তাপ বাড়ছে। শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা 'সন্দেশখালি সঙ্গে আছি' পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে রাজভবন অভিযান করেছিল। সোমবার তাঁদের 'সন্দেশখালি সঙ্গে আছি' লেখা পোশাক পরে দেখা গেল বিধানসভায়।
বিজেপি বিধায়কদের পোশাক দেখে তা খুলতে বলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এমন পোশাক বিধানসভায় বাঞ্ছনীয় নয় বলে মত তাঁর। কিন্তু এই পোশাক খারাপ কোথায় তা জানতে চান শুভেন্দু অধিকারী। পাশাপাশি বলেন, সন্দেশখালি নিয়ে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর কোনও বিবৃতি নেই। তিনি বিধানসভাতেও আসছেন না। এই প্রেক্ষিতে সন্দেশখালি নিয়ে তাঁর বিবৃতি দাবি করেছে বিজেপি। তবে স্পিকারের পোশাক খোলার নির্দেশ মানেননি বিজেপি বিধায়করা। উল্টে কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানান।
বিধানসভায় চলছে প্রশ্নোত্তর পর্ব। তার মাঝেই লাগাতার স্লোগান দেন বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতার দাবি, মুখ্যমন্ত্রী ব্যস্ত থাকলেও অন্য কাউকে দায়িত্ব দেওয়া হচ্ছে না। সন্দেশখালি গুরুত্বপূর্ণ বিষয় হলেও উপেক্ষা করা হচ্ছে। মানুষ বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেন শুভেন্দু। এরপরই বিজেপি বিধায়করা বিধানসভা ওয়াকআউট করতে যান। যদিও শেষ পর্যন্ত তা না করে ওয়েলেনেমে বিক্ষোভ দেখান তারা।
শনিবার থেকে সন্দেশখালিতে জারি রয়েছে ১৪৪ ধারা। একইসঙ্গে ধর্মঘটের ডাক দিয়েছেন বিরোধীরা। সোমবার সকাল থেকেই থমথমে পরিবেশ। শুনশান রাস্তাঘাট, দোকানঘাট কম খুলেছে। ইতিমধ্যে সন্দেশখালির উদ্দেশে রওনা দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কদের একটি দল সন্দেশখালি যাবে বলে শোনা যাচ্ছে। ফলে একই দিনে সন্দেশখালিতে রয়েছে একাধিক কর্মসূচি। সেক্ষেত্রে নতুন করে যাতে পরিস্থিতি উত্তপ্ত না হয় তার জন্য বাড়তি সতর্ক পুলিশ প্রশাসন।