শেষ আপডেট: 12th November 2024 08:57
দ্য ওয়াল ব্যুরো: বিজেপির অনেক বিধায়ক তৃণমূলে যোগ দিতে চেয়ে রোজ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করছেন বলে দাবি করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম।
রবিবার বাঁকুড়ার তালডাংরা বিধানসভা উপনির্বাচনের প্রচার সভা থেকে এই দাবি করেছেন ফিরহাদ। যা নিয়ে নতুন করে শোরগোল তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। তবে ফিরহাদের বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে না গেরুয়া শিবির। তাঁদের বক্তব্য, রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে ভোটের আগে ভোটারদের প্রভাবিত করতে এমন মনগড়া কথা বলছেন ফিরহাদ।
আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হবে। এগুলি হল নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই এবং মাদারিহাট। রবিবার তালডাংরায় দলীয় প্রার্থী ফাল্গুনি সিংহবাবুর সমর্থনে প্রচার গিয়েছিলেন ফিরহাদ।
সেখানেই রাজ্যের মন্ত্রীর দাবি, "বিজেপি বিধায়কদের অনেকেই বলছেন বিজেপিতে থাকতে পারছেন না। তৃণমূলে যোগ দিতে চেয়ে তাঁরা রোজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আসছেন!"
২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছিল ৭৭টি আসনে। তারপরে গেরুয়া শিবিরের কিছু বিধায়ক দল বদলে তৃণমূলে যোগ দিয়েছেন। ফিরহাদ বলেন, "৭৭ জনের মধ্যে অনেকেই তৃণমূলে এসেছেন। শুভেন্দুর সঙ্গে যে ৫০-৬০ জন বিধায়ক রয়েছেন তাঁদের মধ্যেই অনেকে দল বদলাতে চাইছেন।"
ফিরহাদের এমন দাবিকে ঘিরে পদ্ম শিবিরের দল ভাঙন নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে বিভিন্ন মহলে। তবে ওই মঞ্চ থেকে ফিরহাদ এও জানিয়ে দেন, "এখনই বিজেপির কোনও বিধায়ককে তৃণমূলে নেওয়া হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, এখন দরজা বন্ধ।"