শেষ আপডেট: 10th March 2025 16:43
দ্য ওয়াল ব্যুরো: মাত্র ৪ দিন আগে নিজের নিরাপত্তা ছেড়ে দিয়েছিলেন বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। তাহলে এবার কি তাঁর গন্তব্য তৃণমূল কংগ্রেস, সেই প্রশ্ন উঠেছিল। সব জল্পনা সত্যি করে তিনি যোগ দিলেন ঘাসফুল শিবিরেই। সোমবারই বিধানসভায় তাপসী মণ্ডলকে বিজেপির ঘরে দেখা গেছিল। তবে বিকেলে বিধানসভা থেকে সোজাসুজি তৃণমূল ভবনে চলে যান তাপসী মণ্ডল।
বছর পেরলেই রাজ্যে বিধানসভার নির্বাচন। তার আগে এই দলবদলের ঘটনাকে রাজ্য-বিজেপির ভাঙন বলা চলে। তার থেকেও বড় কথা, শুভেন্দু অধিকারীর গড়ে ভাঙন। তাপসী মণ্ডল আদতে শুভেন্দু নেতৃত্বাধীন পরিষদীয় দলের সদস্য ছিলেন। আগামী বছরের ভোটের আগে যে এই দলবদল বিজেপিকে অস্বস্তিতে ফেলতে পারে, তা মনেই করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
সিপিএম থেকে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন তাপসী। ২০২১ সালের আগে তিনি বিজেপিতে যান সিপিএম ছেড়ে। ওদিকে শুভেন্দু অধিকারীও এই সময়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপর থেকেই তাপসী শুভেন্দু-ঘনিষ্ঠ হিসেবেই পরিচিতি পেয়ে এসেছিলেন। এবার সেই তাপসী দলবদল করে তৃণমূলে যাওয়া শুভেন্দুর জন্য অস্বস্তিকর বলেই মনে করছেন অনেকে।
২০২১ সালের বিধানসভা এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের কাছে বিজেপি গো-হারা হারলেও পূর্ব মেদিনীপুরে গেরুয়া শিবির মান বজায় রেখেছিল। বিধানসভায় তো এই জেলায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পরাজিত হয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জেলা থেকেই তাপসীর দলবদল তৃণমূলের 'প্রত্যাঘাত' বলে ধরা হচ্ছে।
কেন দলবদল করলেন তাপসী মণ্ডল? সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তাঁর। বেশ কিছু দায়িত্ব থেকে তাপসীকে তিনি সরিয়ে দিয়েছিলেন বলেও শোনা যাচ্ছে। এছাড়া গত মাসে হলদিয়ায় ভারতীয় মজদুর সঙ্ঘের (বিএমএস) সমাবেশে আমন্ত্রণ করা হয়নি তাপসীকে। খোদ বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সভা থেকেই নাম না করে তাপসীর বিরুদ্ধে সুর চড়িয়ে দাবি করেছিলেন, কেউ কেউ অন্য সংগঠন করছেন। দল ভাঙাচ্ছেন! তার পাল্টা দিতে দেখা গেছিল তাপসীকেও। বলেছিলেন সাংসদ হলদিয়া সম্পর্কে কিছু না জেনেই এই মন্তব্য করেছেন। সেই ঘটনার মাত্র কয়েক সপ্তাহ পরেই তৃণমূলে এলেন তাপসী মণ্ডল।