শেষ আপডেট: 5th May 2024 15:56
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের রায়ের পর চাকরিহারা ২৫,৭৫৩ জন শিক্ষক-শিক্ষাকর্মী। কিন্তু এদের মধ্যে যারা সত্যিই যোগ্য, তাঁরা কীভাবে চাকরি ফিরে পাবেন, সেই নিয়ে আলোচনা চলছে। বঙ্গ বিজেপির তরফে আগেই জানানো হয়েছিল, তাঁরা চাকরি হারানো যোগ্যদের আইনি সহায়তা করবে। সেই প্রেক্ষিতে পদক্ষেপও নিল গেরুয়া শিবির।
শুক্রবার ভোট প্রচারে বাংলায় এসে নরেন্দ্র মোদী চাকরিহারাদের নিয়ে বাংলার দলীয় নেতৃত্বকে বার্তা দিয়েছিলেন। বলেছিলেন, যোগ্য অথচ যাঁদের চাকরি গেছে, তাঁদের আইনি এবং সামাজিক লড়াইয়ে পাশে থাকতে হবে দলকে। কীভাবে সেই কাজ করতে হবে তাও জানিয়েছিলেন। তারপরই চাকরিহারা যোগ্যদের আইনিভাবে সাহায্য করার জন্য বিজেপির তরফে তৈরি করা হল লিগ্যাল সেল।
দলীয় সূত্রে খবর, পাঁচ সদস্যকে নিয়ে তৈরি হতে চলেছে এই লিগ্যাল সেল। এছাড়া যোগ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য একটি পোর্টাল খোলা হয়েছে বিজেপির তরফে। আগামী বুধবার থেকে সেই পোর্টালে কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। প্রয়োজনে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে গিয়েও চাকরি হারা যোগ্যদের সহায়তা করবে বিজেপি।
চাকরি হারানোর ঘটনা নিয়ে বিজেপি সহ অন্যান্য বিরোধী দল তৃণমূল কংগ্রেসকে প্রতি পদে তুলোধনা করছে। ঘুষ নিয়ে বাড়তি পদ তৈরি করে বেআইনি চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। এমনকী মন্ত্রিসভায় বসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি বিজেপির।
শুক্রবার বর্ধমানের জনসভা থেকে মোদী স্পষ্ট করে দিয়েছিলেন, রাজ্য স্তরে একটি আইনি সেল এবং একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বানাতে হবে। যাঁরা সব কিছু ঠিক থাকা সত্ত্বেও দুর্নীতি কারণে চাকরি হারিয়েছে তাঁদের সেখান থেকেই সাহায্য করা হবে। সেই পথেই কাজ শুরু করল দল।