শেষ আপডেট: 5th March 2025 18:07
দ্য় ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় ( Recruitment Corruption Case) আগেই জড়িয়েছিল বিজেপি নেতা অরুণ হাজরার নাম। এবার চাকরি বিক্রি কাণ্ডে উত্তর কলকাতার এই বিজেপি নেতার বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এল।
সূত্রের দাবি, নিয়োগ মামলায় আদালতে জমা দেওয়া চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে দাবি করা হয়েছে, চাকরি বিক্রির ক্ষেত্রে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর সঙ্গে ২০২২ সালে একটি চুক্তিপত্র করেছিলেন অরুণ হাজরা। দফায় দফায় কালীঘাটের কাকুকে মোট ৭৮ কোটি টাকা দেন অরুণ। বিনিময়ে ৪৫ কোটি টাকার চাকরির ব্যবস্থাও নাকি করে দিয়েছিলেন কালীঘাটের কাকু।
সিবিআই সূত্রের দাবি, ১০ টাকার স্ট্যাম্পপেপারে নিজেই ওই চুক্তিপত্র লিখেছিলেন অরুণ। ইতিমধ্যে সেই চুক্তিপত্র গোয়েন্দাদের হাতে পৌঁছেছে। কেন্দ্রীয় এজেন্সির দাবি, কালীঘাটের কাকুকে গ্রুপ ডির জন্য ১৫ কোটি, গ্রুপ সির জন্য ৯ কোটি প্রাইমারিতে নিয়োগের জন্য ১১ কোটি ৭০ লক্ষ টাকা দিয়েছিলেন অরুণ।
জানা যাচ্ছে, চুক্তি পত্রে অরুণ, কালীঘাটের কাকু ছাড়াও আর দু'জনের নাম রয়েছে। এ বিষয়ে আরও জানতে বাকি দু'জনকে জেরা করছেন তদন্তকারীরা।
সিবিআই সূত্রের দাবি, ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে অভিযুক্ত বিজেপি নেতা প্রাথমিকের চাকরিতে ৫০ জনের নাম সুপারিশ করেছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর কাছে।
প্রসঙ্গত, অরুণ হাজরা আগে তৃণমূলে ছিলেন। পরে দল বদলে বিজেপিতে যান। অভিযোগ, শাসকদলে থাকাকালীনই প্রাথমিক চাকরির সুপারিশ করেছিলেন তিনি। কালীঘাটের কাকুর সঙ্গে অভিযুক্ত নেতার সম্পর্ক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
তবে এ ব্যাপারে অভিযুক্ত নেতার সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাঁর প্রতিক্রিয়া জানা গেলে প্রতিবেদনে আপডেট করা হবে।