শেষ আপডেট: 28th January 2025 12:49
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১০ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ বিধানসভায় শুরু হচ্ছে বাজেট অধিবেশন। রাজ্যপালের ভাষণ দিয়ে সেই অধিবেশন শুরু হওয়ার কথা। কিন্তু গত বছর বাজেট অধিবেশনে ভাষণ দেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার কী হবে তার দিকে নজর সকলের। আর এই ইস্যুতেই রাজ্যকে খোঁচা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রাজ্য-রাজ্যপাল সংঘাতের জেরে গত বছর বাজেট অধিবেশন শুরু হয়েছিল রাজ্যপাল বোসের ভাষণ ছাড়াই। তা নিয়ে কম বিতর্ক হয়নি। তবে এবার নিয়মমাফিক রাজ্যপাল ভাষণ দিতে চলেছেন বলেই সূত্রের খবর। এই নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি প্রশ্ন করেন, 'রাজ্যপাল গতবার খারাপ ছিলেন, ২৫-এ ভাল হয়ে গেছেন?' শুভেন্দুর কটাক্ষ, 'সামনে নির্বাচন আসছে তো, তাই...'
যে কোনও রাজ্যের বাজেট অধিবেশন সেই রাজ্যের রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হয়। কিন্তু ২০২৪ সালে এমন ছবি দেখা যায়নি। বিধানসভা স্পিকারের একটি সিদ্ধান্তের কারণেই এমন ঘটনা ঘটেছিল বলে অনুমান করেছিল বিশ্লেষক মহল। আসলে স্পিকার শীতকালীন অধিবেশন শেষ না করেই তা মুলতুবি করে দিয়েছিলেন। সেক্ষেত্রে বাজেট অধিবেশন নতুন নয়, হয়ে গেছিল শীতকালীন অধিবেশনেরই বাকি অংশ। সেক্ষেত্রে রাজ্যপালে ভাষণ না থাকলেও চলে। তবে এবার সেই ঘটনার পুনরাবৃত্তি হয়নি। তাই রাজ্যপাল ভাষণ দিতে পারেন বলেই মনে করা হচ্ছে।
১০ ফেব্রুয়ারি বাজেট অধিবেশন শুরু হওয়ার পর ১২ তারিখ পেশ হবে রাজ্য বাজেট। তা পেশ করবেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। স্বাভাবিকভাবেই এই বাজেট থেকে বেশ কিছু বড় ঘোষণা করা হবে। তবে সূত্রের খবর, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় চমক থাকতে পারে।
আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সংসদে বাজেট পেশ করবেন। তিনি কী ঘোষণা করেন তার দিকে নজর থাকবেই সাধারণ মানুষের। আর সেই বাজেট ঘোষণার ১১ দিন পরই আবার রাজ্য সরকার বাজেট পেশ করতে চলেছে।