শেষ আপডেট: 3rd January 2025 16:04
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে তৃণমূল নেতা খুনের ঘটনায় জামিন পেলেন পাঁশকুড়ার বিতর্কিত বিজেপি নেতা আনিসুর রহমান। শুক্রবার আনিসুরের জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট।
২০১৯ সালের ৯ অক্টোবর পূর্ব মেদিনীপুরের মাইশোরা বাজারে দলীয় কার্যালয়ের সামনে খুন করা হয়েছিল তৃণমূলের পাঁশকুড়া ব্লকের কার্যকারী সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কোরবান শাহকে। ওই ঘটনায় আনিসুরকে গ্রেফতার করেছিল পুলিশ।
প্রসঙ্গত, তৃণমূল নেতা খুনের মামলা থেকে আনিসুর-সহ বাকি অভিযুক্তকে সম্প্রতি অব্যাহতি দিয়েছে রাজ্য। এজন্য ক্যাবিনেটে সিদ্ধান্তও নেওয়া হয়। পরে রাজ্যের তরফে তমলুক আদালতে ক্যাবিনেটের কথা জানানো হয়। রাজ্যের সুপারিশ মেনে আনিসুরের জামিন মঞ্জুর করেন বিচারক।
তবে আনিসুরের জামিনের বিরোধিতায় সেদিনই জেলা আদালতে হাজির হন নিহত তৃণমূল নেতার স্ত্রী। ফলে জামিনে মুক্তির কয়েক ঘণ্টার মধ্যে ফের আনিসুরকে গ্রেফতার করেছিল পুলিশ। পুলিশের ওই গ্রেফতারির বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন আনিসুর। এদিন সুপ্রিম কোর্টের তরফে জামিনের সেই আবেদন মঞ্জুর করা হয়েছে।
কে এই আনিসুর?
একসময় পাঁশকুড়ার ডিওয়াইএফআই নেতা হিসেবে পরিচিত ছিল আনিসুরের। নন্দীগ্রাম আন্দোলনের সময় ডিওয়াইএফআই ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। ২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রাম গণহত্যা কাণ্ডের পর তমলুক যখন অবরুদ্ধ তখন গ্রামের আলপথ ধরে বাইকে করে সেদিনের বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে পৌঁছে দিয়েছিলেন আনিসুর। পালা বদলের পর অবশ্য দলের মধ্যে বনিবনা না হওয়ায় বিজেপিতে যোগ দেন তিনি। পরে পাঁশকুড়ার তৃণমূল নেতা কোরবান শাহ খুনের ঘটনায় নাম জড়িয়েছিল আনিসুরের।