শেষ আপডেট: 9th January 2024 12:43
দ্য ওয়াল ব্যুরো: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে। সন্দেশখালির এই নেতার বিরুদ্ধে পুরনো এক মামলা নতুন করে খোলার দাবি জানিয়ে আবেদন করেছেন শুভেন্দু। শাহজাহানের বিরুদ্ধে ৩ জন বিজেপি নেতা খুনের ঘটনার সঙ্গে যোগ থাকার অভিযোগ ওঠে। এবার সেই বিজেপি নেতাদের পরিবার হাইকোর্টে মামলা করে সিবিআই তদন্তের দাবি জানালেন।
গত ৫ জানুয়ারি সন্দেশখালির সরবেড়িয়াতে ইডি হানার ঘটনার পর থেকেই পলাতক শাহজাহান। কোথায় আছেন ওই তৃণমূল নেতা, তা এখনও অজানা। তাঁকে খুঁজতে উঠে পড়ে লেগেছে ইডিও। চারদিন পেরিয়ে গেল অধরা শাহজাহান। তাঁর গ্রেফতারের দাবিতে সরব বিজেপি। এমনকী পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে!
তার মধ্যেই সোমবার পুরনো এক মামলা সামনে উঠে আসে। যা বঙ্গ রাজনীতি মহলে উত্তেজনা ছড়িয়েছে। ২০১৯ সালের ৬ জুন সন্দেশখালিতে ৩ বিজেপি নেতা প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল এবং সুকান্ত মণ্ডলকে খুন করার অভিযোগ ওঠে। অভিযোগ, খুন করার পর তাঁদের দেহও লোপাট করে দেওয়া হয়েছিল। সোমবার হাইকোর্টে করা মামলায় শুভেন্দুর অভিযোগ ছিল, ওই খুনের নেপথ্যে ছিলেন শাহাজাহান। পুলিশের সহযোগিতায় রেহাই পেয়ে গিয়েছিল।
মঙ্গলবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ওই বিজেপি নেতাদের দুই পরিবার। তাদের দাবি, খুনের ঘটনা তদন্ত করছিল সিআইডি। কিন্তু এই মামলার চার্জশিটে প্রথমে শেখ শাহজাহানের নাম থাকলেও পরে তা বাদ দেওয়া হয়।
এদিন বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে আবেদন করেন মৃতের পরিবারের সদস্যরা। জানা গেছে, পদ্মা মণ্ডল ও সুপ্রিয়া মণ্ডল হাইকোর্টে মামলা করার অনুমতি চান। বিচারপতি মামলা করার অনুমতি দিয়েছেন। আগামী ১১ জানুয়ারি এই মামলার শুনানি শুরু হতে পারে।