শেষ আপডেট: 9th November 2024 11:31
দ্য ওয়াল ব্যুরো: বিজেপি নেতার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনায়। দলের কার্যালয় থেকেই তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। গত সোমবার থেকে এই নেতা নিখোঁজ ছিলেন বলে খবর। শুক্রবার বিজেপির দলীয় কার্যালয় থেকে তাঁর দেহ পাওয়া গেছে। পুলিশ ইতিমধ্যে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় খুনের অভিযোগ তুলেছেন বিজেপি নেতার পরিবার।
মৃত বিজেপি নেতার নাম পৃথ্বীরাজ নস্কর এবং তিনি মথুরাপুরের বিজেপির সোশ্যাল মিডিয়া সেলের কনভেনারের দায়িত্বে ছিলেন। তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, গত রবিবার ভাইফোঁটা নিতে বোনের কাছে গেছিলেন তিনি। তারপর বাড়ি ফেরার পর তাঁর সঙ্গে যোগাযোগ করা গেলেও পরের দিন থেকে আর তা সম্ভব হয়নি। পৃথ্বীরাজের কাছে তিনটি ফোন থাকত বলে জানিয়েছে পরিবার। তবে দাবি, সোমবার থেকে কোনও ফোনেই তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।
পরিবারের তরফে খুনের অভিযোগ করা হয়েছে। তাঁদের দাবি, তিনটি ফোনের মধ্যে কোনওটাই সব সময় বন্ধ ছিল না। কখনও বেজে বেজে কেটে যাচ্ছিল, কখনও বন্ধ করে রাখা হচ্ছিল। অবশেষে শুক্রবার রাতে পৃথ্বীরাজের দেহ উদ্ধারের খবর পান তাঁরা। নিখোঁজ হয়ে যাওয়ার পর এতদিন তিনি কোথায় ছিলেন, বিজেপির কার্যালয় থেকেই তাঁর মৃতদেহ কীভাবে উদ্ধার হল, সেই প্রশ্ন থেকে যাচ্ছে।
উস্তি থানার অন্তর্গত দ্বীপের মোড় এলাকার এই ঘটনায় গোষ্ঠীকোন্দলের অভিযোগ তুলেছে তৃণমূল। যদিও পরিবার সেই দাবি মানতে রাজি নয়। তাঁরা ষড়যন্ত্র করে খুন করা হয়েছে বলে পাল্টা অভিযোগ করেছে। পুলিশের বিরুদ্ধেও তাঁদের চাপা ক্ষোভ রয়েছে। জানানো হয়েছে, সোমবারই বিজেপি নেতার নিখোঁজ হওয়ার মামলা উস্তি থানায় করা হয়েছিল। কিন্তু তাঁকে খুঁজে বের করতে পুলিশ তেমন তৎপরতা দেখায়নি।
তৃণমূলের দাবি, লোকসভা ভোটের সময়ে বিজেপি নেতাদের হাতে অনেক টাকা এসেছিল। সেই টাকা ভাগাভাগি নিয়েই ঝামেলা হয়েছে। বিজেপি পাল্টা বলেছে, একমাত্র বিজেপি করার জন্যই পৃথ্বীরাজকে খুন করা হয়েছে। দোষীদের কঠোর শাস্তির দাবি তুলে থানার সামনে বিক্ষোভ দেখানোর ভাবনাও নিয়েছে বিজেপি।