শেষ আপডেট: 28th February 2024 15:44
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালি কাণ্ডে এবার জামিন পেলেন বিজেপি নেতা বিকাশ সিংহ। জামিন পেয়েছেন আইএসএফ নেত্রী আয়েশা বিবিও। মঙ্গলবারই হাইকোর্টে জামিন পান সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার।
সন্দেশখালির জেলিয়াখালি গ্রাম পঞ্চায়েতের আইএসএফ নেত্রী আয়েশা বিবির পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হলে বুধবারই তাঁকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। তাঁর মুক্তির দাবিতে আদালতের বাইরে বিক্ষোভ দেখান আইএসএফের নেতাকর্মী সমর্থকরা। দু'জনকেই এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছেন বিচারক।
সন্দেশখালি মামলায় গ্রেফতার হওয়া সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে মঙ্গলবারই জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। জামিন দিতে গিয়ে পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করতে দেখা গিয়েছিল বিচারপতিকে।
গত ১১ ফেব্রুয়ারি গ্রেফতার হন সন্দেশখালির প্রাক্তন সিপিআইএম বিধায়ক। তবে নিরাপদ সর্দারকে যে মামলায় গ্রেফতার করা হয়েছিল সেই মামলায় পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছিল ১০ ফেব্রুয়ারি। আর পুলিশের তরফে এফআইআর দায়ের হয়েছিল ৯ তারিখ। অভিযোগ জমা পড়ার আগে কীভাবে এফআইআর, তা দেখে বিস্মিত হাইকোর্ট। কেন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সেই প্রশ্ন তুলেছিলেন বিচারপতি বসাক। পাশাপাশি তাঁর বক্তব্য, যেভাবে এতদিন নিরাপদ সর্দারকে আটকে রাখা হয়েছে তার প্রক্রিয়া সঠিক নয়। এভাবে কাউকে আটকে রাখা যায় না।
আদালত সূত্রের খবর, এই একই কারণ এদিন বারাসত মহুকুমা আদালতেও উঠে আসে। এরপরই হাজার টাকার বন্ডে দু'জন নেতা-নেত্রীর জামিন মঞ্জুর করেন বিচারক। একই সঙ্গে পুলিশকেও সতর্ক করেন বিচারক।