শেষ আপডেট: 8th December 2024 21:34
দ্য ওয়াল ব্যুরো: খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাংলাদেশের। সময় যত গড়াচ্ছে পরিস্থিতির উন্নতি হওয়া তো দূর ওপার বাংলায় সংখ্যালঘুদের উপর চরম অত্যাচার চালানো হচ্ছে। নিরাপত্তার অভাবে ভুগছেন হিন্দুরা। এবার বাংলাদেশের কথা মনে করিয়ে রাজ্যবাসীকে বিশেষ পরামর্শ দিলেন বিজেপি নেতা অর্জুন সিং।
নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পশ্চিমবঙ্গে বসবাসকারী হিন্দুদের ঠিক কী করা উচিত সে কথাই মনে করিয়ে দেন ভাটপাড়ার হেভিওয়েট নেতা। তিনি বলেন, ‘নিজেরা প্রাণে বাঁচতে চাইলে ঘরে অস্ত্র রাখুন।’
রবিবার বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে বেরিয়েছিলেন তিনি। সেখানেই সনাতনীদের একজোট হওয়ার আহ্বান জানিয়ে গেরুয়া শিবিরের নেতা মনে করিয়ে দেন, ‘বাংলাদেশে হিন্দুদের উপর কী চলছে সবাই দেখতে পাচ্ছেন। সেখানকার প্রাক্তন সেনকর্তা হুঁশিয়ারি দিচ্ছেন, চারদিনের মধ্যে কলকাতা দখল করে নেবেন। কলকাতার রাজপথ ইতিমধ্যেই জেহাদিরা দখল করে নিয়েছে। সে কারণেই বাংলায় দুর্গাপুজো, কালীপুজো করতে বাধা দেওয়া হয়। জেহাদিদের রুখতে একজোট হতে হবে সনাতনীদের।’
এখানেই থেমে থাকেননি অর্জুন। তিনি মনে করিয়ে দেন, ‘বিজেপিই একমাত্র হিন্দুদের রক্ষা করতে পারে। সে কারণেই আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা বিজেপির সদস্যতা নিন।’
রবিবার জগদ্দল বিধানসভার অন্তর্গত শ্যামনগরে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে গিয়েছিলেন বারাকপুরের প্রাক্তন সাংসদ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে প্রায়ই প্রতিবাদ কর্মসূচি চলছে বিজেপির। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সনাতন হিন্দু সমাজ বিক্ষোভ, সীমান্ত অবরোধ করছে। তারই মাঝে অর্জুনের অস্ত্র রাখার পরামর্শ ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক।