শেষ আপডেট: 26th July 2024 18:24
দ্য ওয়াল ব্যুরো: 'সিইএসসি থেকে নির্বাচনী বন্ডে টাকা নিয়েছে তৃণমূল, সেই টাকা তুলতে জনগণের পকেট কাটা হচ্ছে।' এই অভিযোগ আগেই করেছিল বিজেপি।
এবার ঊর্ধ্বমুখী বিদ্যুৎ বিল প্রত্যাহারের বিষয়ে সিইএসসিকে চরম সময়সীমা বেঁধে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার ভিক্টোরিয়া হাউসের কাছে সিইএসই দফতরের সামনে ধর্না বিক্ষোভ থেকে শুভেন্দু বলেন, "১৫ অগস্ট পর্য়ন্ত সময় দিয়ে গেলাম। তার মধ্যে বাড়তি বিদ্যুৎ বিল না কমালে কীভাবে প্রত্যাহার করাতে হয় বিজেপি জানে!"
এরপরই কর্মীদের উদ্দেশে বিরোধী দলনেতা বলেন, অগস্ট মাসে সিইএসসিএলাকায় সাক্ষর অভিযান করুন। তারপর প্রত্যাহার না করলে আবার আদালতের অনুমতি নিয়ে একদিন ২ ঘণ্টা বিক্ষোভ নয়, সোম থেকে শুক্র টানা ৫ দিন লাগাতার বিক্ষোভ করব।
এ ব্যাপারে কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন শুভেন্দু। তাঁর কথায়, "বিদ্যুৎমন্ত্রীকে বলেছি। উনি কথা দিয়েছেন, মডেল ইলেকট্রিক বিল শীঘ্রই পাস হয়ে যাবে। তখন আর রাজ্যের এই মনোপলি ব্যবসা চলবে না।"
শুভেন্দুর অভিযোগ, ভোটের আগে ডিআর লটারির কাছ থেকে ৬০০ কোটি আর হলদিয়া এনার্জির নাম করে সঞ্জীব গোয়েঙ্কার কাছ থেকে ৪০০ কোটি টাকা নিয়ে আরেকটা পাকিস্তান বানানোর চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
এদিনের সভায় বর্ষীয়ান বিজেপি নেতা তাপস রায় অভিযোগ করেন, এক মাসে তাঁর বাড়িতে ২০ হাজার ৪০০ টাকা বিদ্যুৎ বিল এসেছে। তাপসবাবু বলেন, "পুরো মনগড়া বিদ্যুৎ বিল পাঠানো হচ্ছে। এই জিনিস মেনে নেওয়া যায় না।"
রাজ্যজুড়ে ঊর্ধ্বমুখী বিদ্যুৎ বিলের প্রতিবাদে তৃণমূলের ২১ জুলাইয়ের কর্মসূচির পরের দিনই ভিক্টোরিয়া হাউসের সামনে ধর্না কর্মসূচি করতে চেয়েছিল বিজেপি। পুলিশ অনুমতি না দেওয়ায় মামলা গড়িয়েছিল হাইকোর্টে। গত শুক্রবার ওই মামলায় শর্তসাপেক্ষে শুভেন্দু অধিকারীদের কর্মসূচি করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ।
আদালতের নির্দেশ মেনে এদিন দুপুর আড়াইটের পর মুরলিধর সেন লেনে বিজেপির পার্টি অফিস থেকে মিছিল বের হয়ে ভিক্টোরিয়া হাউসের সামনে সিইএসসি অফিসের সামনে এসে পৌঁছয়। শুভেন্দুর দাবি, আদালতের নির্দেশ মেনে গুণে গুণে হাজারজনই মিছিলে হেঁটেছে। তমোঘ্ন ঘোষ, সজল ঘোষ, অগ্নিমিত্রা পল, রাহুল সিনহারা ছিলেন এদিনের কর্মসূচিতে।