শেষ আপডেট: 28th August 2024 14:08
দ্য ওয়াল ব্যুরো: বুধবার মেয়ো রোডে টিএমসিপির সমাবেশ থেকে আরজি কর ইস্যুতে কড়া বার্তা সামনে আনলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার ছাত্র সমাজের নাম করে নবান্ন অভিযানের যে ডাক দেওয়া হয়েছিল, সেই প্রসঙ্গ টেনে সরাসরি বিজেপিকে আক্রমণ করে তৃণমূল নেত্রী বলেন, "আসল আন্দোলনে জল ঢেলে দিতে চক্রান্তের খেলায় নেমেছে বিজেপি। বিজেপি জেনে শুনে বনধ ডেকেছে, কারণ ওদের ডেডবডি চাই। আমরা শান্তি চাই, বিচার চাই, ওরা বিচার চাই না। ওরা চাই আন্দোলনে জল ঢেলে দিতে। তাই চক্রান্তের খেলায় নেমেছে।"
নিজের দাবির সপক্ষে মুখ্যমন্ত্রী বলেন, "কালকে কারা এসেছিল আন্দোলন করতে? ছাত্র সমাজ?" জবাবও দিয়েছেন মমতা নিজেই, বলেন, "যদি বাংলার মানুষ হয় তাহলে নবান্ন চেনে না? আমি তো দেখলাম, ওদের অনেকে রাজভবনকে নবান্ন ভেবে ওখানেও ঢিল মেরেছে!"
মঙ্গলবারের ঘটনায় পুলিশের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, "পুলিশকে সেলাম জানায়। নিজের রক্ত দিয়েছে, কিন্তু বিজেপির চক্রান্তের কাছে কোনও ডেডবডি তুলে দেইনি।"
৮ অগস্ট গভীর রাতে আরজি করে ডাক্তারি ছাত্রীকে খুনের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছিল। সেই প্রসঙ্গ টেনে মমতা বলেন, "আমি তো রবিবার পর্যন্ত সময় চেয়েছিলাম, তার মধ্যে যদি পুলিশ কোনও কিনারা না করতে পারতো তাহলে তো বলেছিলাম, সিবিআইয়ের হাতে দিয়ে দেব। কিন্তু মঙ্গলবার সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হল। পুলিশ তদন্তের সময়ও পেল না।"
এরপরই মুখ্যমন্ত্রীর প্রশ্ন, "সিবিআই তদন্তভার নেওয়ার পর কতদিন অতিক্রান্ত হল? ১৫ দিন। এখনও কেন বিচার হল না?"
মুখ্যমন্ত্রী বলেন, সাতদিনের মধ্যে ফাস্টট্র্যাক কোর্টের মাধ্যমে ফাঁসি দিতে চেয়েছিলাম। আজকে যারা কামদুনি বলেন, তাদেরও আমরা ফাঁসি চেয়েছিলাম। অনেক চোর ডাকাতকে ছেড়়ে দেওয়া হয়। আমার কাছে ফাইল আসে ১০-১২ বছর হয়ে গেছে। ওদের ছেড়ে দেওয়া হোক। কীসের নিয়ম? কেন ছাড়া হবে। প্রধানমন্ত্রীকে চিঠি লিখলাম। কিন্তু কোথায় কী? যাঁরা ধর্ষণ করবে তাঁদের একমাত্র শাস্তি ফাঁসি, এই একটা কাজ করলে সব ঠান্ডা হয়ে যাবে।