শেষ আপডেট: 17th August 2024 17:17
দ্য ওয়াল ব্যুরো: একসঙ্গে ৪৩ জন চিকিৎসককে বদলির নির্দেশ জারি করল রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতর। আরজি কর কাণ্ডের মধ্যেই স্বাস্থ্য দফতরের এমন নির্দেশিকা ঘিরে আলোড়ন তৈরি হয়েছে চিকিৎসক মহলে। নেপথ্যে শাসক দলের রাজনীতি দেখছে বিজেপি। ঘটনার নিন্দায় সরব হয়েছে ইউনাইটেড ডক্টর্স ফ্রন্ট অ্যাসোসিয়েশন।
সংগঠনের তরফে টুইটে অভিযোগ করা হয়েছে, ' যারা প্রতিবাদ করেছিলেন সেই সব চিকিৎসকদের বদলি করা হয়েছে। তবে এভাবে শাস্তির ব্যবস্থা করা হলেও আমাদের ন্যায়বিচার ও নিরাপত্তার দাবিগুলোকে স্তব্ধ করতে পারবে না। আমরা আমাদের লড়াইয়ে ঐক্যবদ্ধ এবং দৃঢ়প্রতিজ্ঞ।'
জানা যাচ্ছে শুক্রবার স্বাস্থ্য দফতরের তরফে বদলি সংক্রান্ত এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যা নিয়ে শোরগোল তৈরি হয়েছে চিকিৎসক মহলে।
বিজেপির অভিযোগ, আরজি কর হাসপাতালে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে রাজ্যের যে সব চিকিৎসকরা সরব হয়েছিলেন তাঁদের বিরুদ্ধে এই বদলির নির্দেশ জারি করা হয়েছে।
শনিবার এ ব্যপারে সাংবাদিক বৈঠক থেকে দলের সর্বভারতীয় মুখপাত্র শেহজাদ পুণেওয়ালা মমতা বন্দ্যোপাধ্যায়কে হিটলার, কিম জং ইলের সঙ্গে তুলনা করে বলেন, ‘' ওরা বেঁচে থাকলে স্বৈরাচারী কাজের জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে বাহবা দিতেন। আরজিকর নিয়ে যারা প্রতিবাদের আওয়াজ তুলেছিলেন তাদেরকেই বদলি করা হল।"
যদিও রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শনিবার সংবাদমাধ্যম কে বলেন, ‘‘এ বিষয়ে আমি কিছু জানি না। তাই a ব্যাপারে কিছু বলতে পারব না।’’
আরজিকরের ঘটনার প্রতিবাদে শনিবার দেশজুড়ে কর্মবিরতি পালন করছে চিকিৎসকদের সংগঠন আইএমএ। তারই মধ্যে বদলির এই নির্দেশ, যা নিয়ে
দেশজুড়ে চিকিৎসকদের মধ্যে শোরগোল তৈরি হয়েছে।