শেষ আপডেট: 13th November 2021 09:03
দ্য ওয়াল ব্যুরোঃ আলটপকা মন্তব্য করে বিতর্ক ডেকে আনায় তাঁর জুড়ি নেই। সম্প্রতি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন তিনি। তবু কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) মুখে লাগা নেই। এবার ভারতের স্বাধীনতা সংগ্রাম নিয়ে মন্তব্য করতে গিয়ে বিজেপিকেও (BJP) অস্বস্তিতে ফেলেছেন তিনি। হাবিবগঞ্জকে কমলাপতি করতে চায় বিজেপি, পুরনো নাম নাপসন্দ শিবরাজের একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে কঙ্গনা রানাউত বলেছেন, ১৯৪৭ সালে ভারত আদৌ স্বাধীনতা পায়নি। যেটা পেয়েছিল তা হল ব্রিটিশদের কাছ থেকে ভিক্ষা। তাহলে কি দেশ এখনও পরাধীন? না। কঙ্গনার মতে ভারত আসল স্বাধীনতা পেয়েছে ২০১৪ সালে। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরেই আসল স্বাধীনতা এসেছে ভারতের ঝুলিতে। কঙ্গনা রানাউত বরাবরই বিজেপি ঘেঁষা। কিন্তু তাঁর এই মন্তব্যে সমালোচনায় সামিল হয়েছেন গেরুয়া শিবিরের নেতারাও। মহারাষ্ট্রের বিজেপি প্রেসিডেন্ট চন্দ্রকান্ত পাতিল বলেছেন, ভারতের স্বাধীনতা সংগ্রাম নিয়ে কঙ্গনা রানাউত যা বলেছেন তা সম্পূর্ণ ভুল কথা। স্বাধীনতা সংগ্রাম নিয়ে এমন নেতিবাচক মন্তব্য করার অধিকার কারও নেই। দিল্লির বিজেপির মুখপাত্র প্রবীণ শঙ্কর কাপুরও মুখ খুলেছেন বলি অভিনেত্রীর বিরুদ্ধে। বলেছেন, আমি একজন স্বাধীনতা সংগ্রামীর ছেলে, আমার পরিবারের সকলে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন। কঙ্গনা ভারতের স্বাধীনতা নিয়ে যা বলেছেন, আমার মতে স্বাধীনতার এটাই সবচেয়ে বড় অপব্যবহার। স্বাধীনতা সংগ্রামী যাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছেন কঙ্গনা তাঁদের ছোট করেছেন। বিজেপির অনেকেই কঙ্গনার থেকে যখন দূরত্ব তৈরি করতে চাইছেন, তখন চুপ করে নেই বাকি দল গুলিও। কংগ্রেসের তরফে অভিনেত্রীর পদ্মশ্রী সম্মান কেড়ে নেওয়ার দাবি তোলা হয়েছে শুক্রবারই। কঙ্গনাকে গ্রেফতারের দাবি তুলেছে এনসিপি। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'