শেষ আপডেট: 11th December 2023 12:02
দ্য ওয়াল ব্যুরো: আগামী ২৪ ডিসেম্বর বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন গীতা জয়ন্তী। সেই উপলক্ষে কলকাতার ব্রিগেড ময়দানে লক্ষ কণ্ঠে গীতাপাঠের ডাক দিয়েছে বিজেপি। খোদ প্রধানমন্ত্রী ব্রিগেডের মঞ্চ থেকে গীতাপাঠে অংশ নেবেন। কিন্তু ওই একই দিনে রয়েছে প্রাথমিকের চাকরির জন্য টেট পরীক্ষা। প্রধানমন্ত্রী এলে যানজটের জন্য সমস্যায় পড়তে পারেন পরীক্ষার্থীরা, এমন দাবিতে টেট পরীক্ষা বাতিলের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি।
এর আগে ১০ ডিসেম্বর সরকার প্রাথমিক টেট পরীক্ষার দিন ঘোষণা করেছিল। কিন্তু পরে সেই দিন পিছিয়ে বড়দিনের আগের দিন অর্থাৎ ২৪ ডিসেম্বর করা হয়। এদিকে ওই একই দিনে ব্রিগেড ময়দানে রয়েছে বিজেপির গীতাপাঠের কর্মসূচি। এতে পরীক্ষার্থী তো বটেই, সাধারণ মানুষও সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা করে ট্রাফিক ব্যবস্থা সহ টেট পরীক্ষার দিন বদলের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। আইনজীবী পার্থ ঘোষ এ ব্যাপারে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেছেন।
মামলার আবেদন গ্রহণ করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, ব্রিগেডে বৃহস্পতিবার গীতাপাঠের অনুষ্ঠানে থাকবেন কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। থাকবেন আরএসএসের অনেকেই। যদিও বিজেপির দাবি, তারা এই অনুষ্ঠানের আয়োজন করেনি। অখিল ভারতীয় সনাতন সংস্কৃতি পরিষদের তরফে ১ লক্ষ মানুষের কণ্ঠে গীতাপাঠের ডাক দেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তিনি উপস্থিত থাকবেন কিনা তা জানা যায়নি।