শেষ আপডেট: 21st July 2024 14:09
দ্য ওয়াল ব্যুরো: শহিদ সমাবেশের মঞ্চ থেকে মোদী সরকারের ভবিষ্যদ্বাণী করে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাৎপর্যপূর্ণভাবে এদিনের সমাবেশের হাজির ছিলেন ইন্ডিয়া জোটের অন্যতম শরিক উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। তাঁকে পাশে নিয়েই মোদীর উদ্দেশে মমতার কটাক্ষ, "এজেন্সি লেলিয়ে কমিশনকে ব্যবহার করে এই সরকার গঠিত হয়েছে। এরা বেশিদিন টিকবে না।"
এবারের ভোটে চারশো পারের স্লোগান তুলেছিল বিজেপি। ফল প্রকাশের পর দেখা যায় সাকুল্যে ২৪০টি পেয়েছে বিজেপি। উত্তরপ্রদেশেও ফল খারাপ হয়েছে বিজেপির। সেই প্রসঙ্গ টেনে অখিলেশকে ধন্যবাদ জানিয়ে মমতা বলেন, "উত্তরপ্রদেশে আপনি যা খেলা দেখালেন, তাতেই বিজেপির পদত্যাগ করা উচিত ছিল। কিন্তু ওদের তো লজ্জা নেই।’’
ভোটের সময় এজেন্সি লেলিয়ে বিরোধী দলের নেতা-নেত্রীদের গ্রেফতারের অভিযোগ উঠেছিল। কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিল বিরোধীরা। ওইপ্রসঙ্গ টেনে মমতা বলেন, ‘‘এজেন্সি দিয়ে তৃণমূলকে কিছু করা যাবে না। নির্বাচনের একতরফা আচরণের পরেও লোকসভা নির্বাচনে, বিধানসভা উপনির্বাচনে মানুষ আমাদের পাশে থেকেছেন। এজেন্সির ধমকানির পরেও মানুষ আমাদের জিতিয়েছেন।"
মমতা বলেন, "আমরা কাফের নয়, গদ্দারও নয়। আমরা মানুষের পাশে থাকতে জানি। বিজেপির মতো মানুষের কাজ কেড়ে নিতে কথায় কথায় আদালতে যায় না।"
হুঁশিয়ারির সুরে বলেছেন, "তৃণমূলের বুকে রক্ত থাকতে বিজেপির সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আমরা হাত মেলাব না।" কটাক্ষের সুরে যোগ করেছেন, "এত কিছু করেও সংখ্যাগরিষ্ঠতাও তো পেল না! শেয়ার কেলেঙ্কারি করে, টাকা দিয়ে সরকারে এসেছে।"
তৃণমূলের শহিদ মঞ্চে দাঁড়িয়ে মোদীকে কটাক্ষ করে অখিলেশও বলেন, "আমরা নেগেটিভ পলিটিক্সের কথা বলি না, আমরা পজিটিভ পলিটিক্সের কথা বলি। আর সেই রাজনীতিতেই আমরা বিজেপি সরকারকে ফেলব"।