শেষ আপডেট: 2nd September 2024 07:37
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ''কুৎসা, অপপ্রচার এবং চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, তাকে আপনি কামড়াবেন না ঠিকই। কিন্তু ফোঁস তো করতে পারেন।'' সেই কথার রেশ টেনে এবার এক তৃণমূল নেতা সরাসরি মহিলাদের হুমকি দিয়েছেন বলে অভিযোগ তুলেছে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, বাংলার নারীদের প্রত্যক্ষভাবে হুমকি দিয়েছেন উত্তর ২৪ পরগনার অশোকনগর কল্যাণগড় পুরসভার কাউন্সিলের স্বামী।
সুকান্ত যে ভিডিও পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে, আরজি কর নিয়েই এক প্রতিবাদ মঞ্চে বক্তব্য রাখছেন ওই ব্যক্তি। তাঁকে বলতে শোনা যায়, ''রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য ধরে বসে আছে। আমরা যদি সকাল-সন্ধ্যায় একটু ফোঁস করি, পারবেন তো বাড়ি থেকে বেরোতে?'' কী প্রেক্ষিতে এই কথা বলছেন তিনি? ওই ভিডিওতেই তিনি বলেন, ''মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি ব্যক্তি কুৎসা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্র নিয়ে গালিগালাজ করছেন, আপনার মা-বোনের বিকৃত ছবি আপনার দালানে টাঙিয়ে দিয়ে আসব!'' বিজেপির শেয়ার করা এই ভিডিওয় স্পষ্ট দেখা যাচ্ছে, যে মঞ্চে ওই ব্যক্তি এই মন্তব্য করছেন তার পিছনের ব্যানারে বড় হরফে লেখা, ''মা-বোনেদের সম্মান আমাদের।' শুধু তাই নয়, মঞ্চে কয়েকজন মহিলাও বসে আছেন।
মুখ্যমন্ত্রীর নিদানের পরই তৃণমূলের 'গুণধর' লুম্পেন বাহিনীর ভাষণ শুনুন! অন্যায়ের প্রতিবাদ করলেই নাকি প্রতিবাদীদের বাড়ির মা-বোনদের বিকৃত ছবি দেওয়ালে টাঙিয়ে দেবে বলছে অশোকনগর কল্যাণগড় পৌরসভার কাউন্সিলরের স্বামী। pic.twitter.com/dSJaf4YJGZ
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) September 1, 2024
গেরুয়া শিবিরের এই পোস্ট নিয়ে এখন হইচই শুরু হয়েছে। সুকান্ত মজুমদারের কথায়, '''মুখ্যমন্ত্রীর নিদানের পরই তৃণমূলের গুণধর লুম্পেন বাহিনীর ভাষণ শুনুন! অন্যায়ের প্রতিবাদ করলেই নাকি প্রতিবাদীদের বাড়ির মা-বোনেদের বিকৃত ছবি দেওয়ালে টাঙিয়ে দেবে বলছেন অশোকনগর কল্যাণগড় পুরসভার কাউন্সিলরের স্বামী।'' মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিলেন যে তিনি 'ফোঁস' করতে বলে আদতে আন্দোলনকারী ডাক্তারদের প্রছন্ন হুমকি দিয়েছেন। যদিও পরে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে।
এক্স হ্যান্ডেলে পোস্ট করে মমতা লিখেছিলেন, ''“আমি খুবই স্পষ্ট ভাবে বলতে চাই যে, পড়ুয়াদের (ডাক্তারি ইত্যাদি) বা তাঁদের আন্দোলনের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করিনি। আমি তাঁদের আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করি। তাঁদের আন্দোলন ন্যায্য। আমি কখনওই তাঁদের হুমকি দিইনি।'' তাঁর যুক্তি ছিল, বক্তৃতায় যে বাক্যাংশটি তিনি ব্যবহার করেছেন তা শ্রীরামকৃষ্ণ পরমহংসের একটি উদ্ধৃতি।