শেষ আপডেট: 4th December 2023 11:38
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে বিজেপির ১০ জন বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। সোম ও মঙ্গলবার পরপর দুদিন তাঁদের মধ্যে মোট ৮ জন বিধায়ককে লালবাজারে তলব করা হয়েছিল। সেই ঘটনায় রাজ্যের বিরুদ্ধে আগেই সুর চড়িয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার পুলিশি তলবকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য বিজেপি।
বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা দায়ের করার আবেদন করা হয়েছিল। তাতে অনুমতি দিয়েছে আদালত। সোমবার দুপুর ১টায় সেই মামলার শুনানি রয়েছে।
বিজেপির অভিযোগ, কোথায় জাতীয় সঙ্গীত বাজছিল, আর কোথায় তখন ওই বিধায়করা ছিলেন, সেসব খতিয়ে না দেখেই রাজনৈতিক প্রতিহিংসা থেকে শুধুমাত্র হেনস্থা করার জন্য এই এফআইআর দায়ের করা হয়েছে। উল্লেখ্য, বিধানসভায় অম্বেডকরের মূর্তির পাদদেশে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে গত মঙ্গলবার থেকে ৩ দিনের জন্য ধর্নায় বসেছিল তৃণমূল। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। সেখানেই বিক্ষোভ চলাকালীন জাতীয় সংগীত গাইতে শুরু করেন তৃণমূলের মন্ত্রী-বিধায়করা। অভিযোগ, সেই সময় বিজেপির ওই বিধায়করা কেউ উঠে দাঁড়াননি তো বটেই, সেই সঙ্গে তাঁরা স্লোগান দিচ্ছিলেন।
এরপরেই জাতীয় সংগীত অবমাননার অভিযোগে দুটি এফআইআর দায়ের করা হয় হেয়ার স্ট্রিট থানায়। সেই মামলাতেই সোমবার বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানা, মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা, শিলিগুড়ির শঙ্কর ঘোষ, ফালাকাটার দীপক বর্মন, এবং পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্য়ায়কে লালবাজারে তলব করা হয়েছে।মঙ্গলবার ডেকে পাঠানো হয়েছে গেরুয়া শিবিরের আরও ৩ বিধায়ককে।
কারণ যখন বিধান সভার একদিকে ধর্নায় ছিলেন , তখন বিধান সভার অন্যদিকে শাসক দল জাতীয় সঙ্গীত গাইতে শুরু করে। সেই সময় কেন বিজেপি বিধায়করা উঠে দাঁড়াননি, তাতেই এফআইআর দায়ের হয়। অথচ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে কোনও ভাবে, যে কোনও জায়গায় জাতীয় সঙ্গীত গাওয়া যায় না। আজ দুপুর ১ টায় শুনানি।
সেই ঘটনার তদন্তে লালবাজারের গুন্ডাদমন শাখার আধিকারিকরা শনিবার বিধানসভায় গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। এছাড়া ঘটনাস্থলের ভিডিওগ্রাফিও করা হয়। তৃণমূল ও পুলিশের এই সক্রিয়তা নিয়ে শুরু থেকেই সরব হয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। প্রতিহিংসা থেকেই এমন কাজ করা হয়েছে বলে দাবি তাঁর। শুভেন্দু অধিকারী সাফ জানিয়েছেন, তৃণমূল যা করছে ভাল করছে, এই ঘটনা নিয়ে পুলিশের বিরুদ্ধে অনেক দূর যাবেন তিনি। তারপরেই জাতীয় সঙ্গীত বিতর্কে এবার পাল্টা আদালতের দ্বারস্থ হল বিজেপিও।