শেষ আপডেট: 13th November 2024 11:19
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের বিরুদ্ধে ইভিএম সরানোর অভিযোগ। ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই অশান্ত হয়ে উঠল হাড়োয়া।
বুধবার সাতটা নাগাদ ভোট শুরু হওয়ার পর প্রথমে সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই উত্তর চব্বিশ পরগণার হাড়োয়া বিধানসভার অন্তর্গত সদরপুর হাইস্কুলের ২০০ নম্বর বুথে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে জানালার পাশে ইভিএম মেশিন বসিয়ে ভিডিও করার অভিযোগ ওঠে। সেই সময় বিজেপি প্রার্থী বিমল দাস বাধা দিতে গেলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
হাড়োয়ায় তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম। বিজেপির তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিমল দাস, কংগ্রেস প্রার্থী করেছে হাবিব রেজাকে এবং আইএসএফ-এর প্রার্থী হয়েছেন পিয়ারুল ইসলাম। বিজেপি প্রার্থী বিমলের অভিযোগ, এদিন সকালে ভোট শুরুর কিছুক্ষণের মধ্যে তৃণমূলের পোলিং এজেন্ট জানলার পাশে ব্যালট সরিয়ে নিয়ে যান। বলেন, ইভিএম মেশিন ঘুরিয়ে দিতে হবে। তিনি আপত্তি জানাতেই দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়।
পরে তিনি ইভিএমের ভিডিও করেন বলে অভিযোগ। বিজেপি প্রার্থী বাধা দিতে গেলেই অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। রীতিমতো হুলস্থূল কাণ্ড তৈরি হয়।
হাড়োয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক হাজি নুরুল ইসলাম লোকসভা নির্বাচনে জেতার কয়েক মাস বাদে প্রয়াত হন। তাই বুধবার এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। নিরাপত্তা জোরদার করতে নির্বাচন কমিশনের তরফে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েন করা হলেও আটকানো গেল না অশান্তি।