শেষ আপডেট: 25th May 2024 16:25
দ্য ওয়াল ব্যুরো: এবার পুলিশের বিরুদ্ধে জুলুমবাজির অভিযোগে ধর্নায় বসলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
শনিবার ভোট শুরুর ঘণ্টা খানেক আগে থেকেই ময়দানে নেমে পড়েছিলেন অভিজিৎ। কখনও হলদিয়া কখনও নন্দকুমার, বুথ জ্যাম সংক্রান্ত অভিযোগ কানে আসা মাত্র সঙ্গে সঙ্গে ড্রাইভারকে সেদিকে গাড়ির ছোটানোর নির্দেশ দিয়েছেন। কখনও বা পড়েছেন বিক্ষোভের মুখে।
এবার ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দার আপ্ত সহায়ক গৌতম কুণ্ডুর বাড়িতে পুলিশের তল্লাশি অভিযানের খবর পেয়ে সেখানে পৌঁছন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ।
টেলিফোনে গৌতমের স্ত্রী ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে জানান, শুক্রবার রাত থেকেই গৌতম রহস্যজনকভাবে মিসিং। এদিকে এদিন বেলায় পুলিশ এসে বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে।
বিধায়কের কাছ থেকে এ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ময়নায় গৌতমের বাড়িতে পৌঁছন বিজেপি প্রার্থী অভিজিৎ। এলাকাটি তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত। পুলিশের কাছে তিনি সার্চ ওয়ারেন্ট দেখতে চান। পুলিশ তা দেখাতে পারেনি। এরপরই পুলিশি জুলুমের অভিযোগে বিধায়কের আপ্ত সহায়কের বাড়িতেই ধর্নায় বসে পড়েন অভিজিৎ।
ভোটের মধ্যে এভাবে বিজেপি বিধায়কের আপ্ত সহায়কের বাড়িতে পুলিশের তল্লাশি অভিযানের বিষয়ে কমিশনেও অভিযোগ জানাচ্ছেন অভিজিৎ। এদিকে আপ্ত সহায়কের পরিবারের অভিযোগ, শাসকদলের লোকজন গৌতমকে অপহরণ করে থাকতে পারে।