শুভেন্দু অধিকারী ও কুণাল ঘোষ।
শেষ আপডেট: 20th October 2024 16:36
দ্য ওয়াল ব্যুরো: বাংলার মেয়েরা সুরক্ষিত নয়। এই অভিযোগে নারী সুরক্ষার দাবিতে সোমবার রাজ্যে জোড়া সমাবেশের ডাক দিয়েছে বিজেপি। যা শুনে তৃণমূলের দাবি, বাংলায়, বিশেষত কলকাতায় মেয়েরা সবচেয়ে বেশি সুরক্ষিত।
গত ৯ অগস্ট আরজি করে নিজের কর্মস্থলেই নৃংশস খুন-ধর্ষণের শিকার হয়েছিলেন ডাক্তারি ছাত্রী। বিচারের দাবিতে সেই থেকে টানা আন্দোলনে জুনিয়র ডাক্তাররা। এমন আবহে বিজেপির সমাবেশ বনাম শাসকদলের দাবি ঘিরে নতুন করে শোরগোল তৈরি হয়েছে সমাজে।
বিজেপি সূত্রের খবর, সোমবার নারী সুরক্ষার দাবিতে একটি সমাবেশ হবে পুরুলিয়ায়। অন্যটি হাওড়ার উলুবেড়িয়ায়। একটি সমাবেশে থাকবেন দলের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অন্যটিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
দুটি এলাকাতেই সম্প্রতি নারী নির্যাতনের একাধিক অভিযোগ সামনে এসেছে বলে দাবি পদ্ম শিবিরের। আগামী দিনে একইভাবে প্রতিটি জেলায় নারী সুরক্ষার দাবিতে সমাবেশও করা হবে বলে জানিয়েছেন নেতৃত্ব। যা শুনে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণাল বলেন, "সারা ভারতে নারী সুরক্ষায় সব থেকে এগিয়ে বাংলা। পশ্চিমবঙ্গ, বিশেষ করে কলকাতা মেয়েদের জন্য সবচেয়ে বেশি সুরক্ষিত।"
কুণালের দাবি, সারা দেশে দিনে গড়ে ৯০টি নারী নির্যাতনের ঘটনা ঘটে। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র মণিপুর, দিল্লিতে পরের পর নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে। সেখানে ন্যায় বিচারের কোনও প্রশ্ন নেই। বাম জমানায় একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গেও। ফলে এই ইস্যুতে বিরোধীরা মানুষকে ভুল বোঝাতে চাইলেও মানুষ তা গ্রহণ করবেন না।"
পাল্টা প্রতিক্রিয়া ধেয়ে এসেছে পদ্মশিবির থেকে। বিজেপির বক্তব্য, আরজি কর শুধু নয়, সাম্প্রতিক অতীতে পুরুলিয়ায় রক্তাক্ত অবস্থায় নদীর চর থেকে তরুণীর দেহ উদ্ধার হয়েছে। কৃ্ষ্ণনগরে এসপি অফিসের অদূরে তরুণীর অর্ধনগ্ন দগ্ধ দেহ উদ্ধার হয়েছে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়, "বাংলায় আইনের শাসন নেই। যে কারণে রাজ্যের কোনও না কোনও এলাকায় প্রতিদিনই নারী নির্যাতনের ঘটনা ঘটছে। এর বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই এই ধরনের সমাবেশের আয়োজন।"