শেষ আপডেট: 19th October 2024 22:27
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের প্রতিবাদের মাঝেই পরের মাসে প্রথম নির্বাচন বাংলায়। ৬ কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন হবে। সেই জন্য শনিবার প্রার্থীও ঘোষণা করে দিল বিজেপি। এই তালিকায় সেভাবে কোনও চমক নেই। বরং স্থানীয় মুখের ওপরই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
আগামী ১৩ নভেম্বর ভোট রয়েছে সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর এবং তালড্যাংড়া আসনে। গণনা হবে ২৩ নভেম্বর। বিজেপি ২০২১ সালে এর মধ্যে জিতেছিল মাত্র ১টি আসনে। তবে এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি তাতে ভোটের ফলে পরিবর্তন হলে তা অবাক করার মতো বিষয় হবে না।
কোন কেন্দ্রে কে প্রার্থী হলেন?
সিতাই বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছেন দীপক কুমার রায়। মাদারিহাট কেন্দ্রে প্রার্থী করা হয়েছে রাহুল লোহারকে। এদিকে নৈহাটিতে প্রার্থী হয়েছেন রূপক মিত্র। হাড়োয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিমল দাস। মেদিনীপুরে বিজেপির হয়ে ভোটে লড়বেন শুভজিৎ রায় এবং তালড্যাংরা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে অনন্যা রায় চক্রবর্তীকে।
উল্লেখ্য, মেদিনীপুরের বিধায়ক ছিলেন তৃণমূল নেত্রী জুন মালিয়া। তিনি লোকসভায় চলে যাওয়ায় এই আসনটি শূন্য হয়েছে। পাশাপাশি মাদারিহাটের বিজেপির মনোজ টিগ্গা এবং নৈহাটির তৃণমূল মন্ত্রী পার্থ ভৌমিকের শূন্য আসনে ভোট বাকি রয়েছে। এ ছাড়াও কোচবিহারে সিতাই আসন ছেড়ে তৃণমূলের সাংসদ হয়েছেন জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়া। তালড্যাংড়ার অরূপ চক্রবর্তী সাংসদ। তাই সেই আসন এখন শূন্য রয়েছে।