Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ঝকঝকে ছবি ওঠে এমন ক্যামেরা ফোন খুঁজছেন? ৩০ হাজার টাকার মধ্যেই পাবেন এগুলিগুরুগ্রামে প্রবল বৃষ্টিতে রাস্তায় ধস, ঢুকে গেল ট্রাক! কমলা সতর্কতা জারি এলাকাজুড়েশিক্ষা, সেচ দফতরে চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা! অভিযুক্ত সিঁথি থানার এএসআই৪৩ দিন পর নিজে নিজেই ঘরে ফিরল ইসলামপুরের নির্যাতিত নাবালককাঁথিতে শুভেন্দুর মিছিলে প্রশাসনের 'না', হাইকোর্টে বিজেপিEng vs Ind: ব্যালকনির মতোই আইকনিক লর্ডসের ‘ঢাল’, জেনে নিন এর ঐতিহ্য ও ইতিহাস!বলিউডের ৫ গোপন প্রেম! রোমান্সের গুঞ্জনে ভাসছে ইন্ডাস্ট্রি৩০ বছর পর কাশ্মীরের হ্রদে ফুটল পদ্ম, 'ঈশ্বরের উপহার' ফিরে পেয়ে আবেগে ভাসলেন চাষিরাকাশ্মীর এখন আর ‘ফাঁকা’ নয়, কলকাতায় এসে পর্যটকদের আমন্ত্রণ মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লারশীতলকুচিতে মন্দিরে পুজো দিতে এসে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক
Diamond Harbour Police

বিস্ফোরক-সহ বিজেপি কর্মী গ্রেফতার মহেশতলার কাছেই! ধৃত আরও চার, বড় সাফল্য রাজ্য পুলিশের

বুধবার রাত ৮টা নাগাদ গোপন সূত্রে তথ্য পেয়ে ওই এলাকা থেকে পুলিশ বিপুল পরিমাণে বিস্ফোরক গুঁড়ো উদ্ধার করে।

বিস্ফোরক-সহ বিজেপি কর্মী গ্রেফতার মহেশতলার কাছেই! ধৃত আরও চার, বড় সাফল্য রাজ্য পুলিশের

এসপি, ডায়মন্ড হারবার

শেষ আপডেট: 12 June 2025 08:25

দ্য ওয়াল ব্যুরো: মহেশতলার ঘটনা (Maheshtala Incident) নিয়ে বৃহস্পতিবার সকালেই সাংবাদিক বৈঠক করেছেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি (SP, Diamond Harbour)। সেখান থেকেই তিনি অবগত করেন, বুধবার রাতে বজবজ থানা অন্তর্গত এলাকা থেকে প্রচুর বোমার মশলাও উদ্ধার হয়েছে। আর এই ঘটনায় মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে যাদের মধ্যে একজন সক্রিয় আরএসএস কর্মী (RSS Worker)।

ডায়মন্ড হারবার পুলিশের তরফে জানান হয়েছে, বুধবার রাত ৮টা নাগাদ গোপন সূত্রে তথ্য পেয়ে ওই এলাকা থেকে পুলিশ বিপুল পরিমাণে বিস্ফোরক (Explosive Metarials) গুঁড়ো উদ্ধার করে। পাশাপাশি তিনটি বাইক যেগুলি এই বিস্ফোরক পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল, সেগুলিও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া বিস্ফোরকের মধ্যে রয়েছে সোডিয়াম পাউডার, ১০ কেজির বেশি অ্যালুমিনিয়াম পাউডার, ফসফরাস ডাস্ট, লাল সালফার এবং লোহার গুঁড়ো। এই উপাদানগুলি বোমা তৈরির জন্য ব্যবহৃত হয়।  

পুলিশ এও জানিয়েছে, মোট ৫ জন ধৃতর মধ্যে নবীন চন্দ্র রায় নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। জেরার সময় ব্যক্তি স্বীকার করেছেন যে তিনি আরএসএস এবং বিজেপির সক্রিয় (BJP Worker) কর্মী। পুলিশের দাবি, রামনবমীর দিন তিনিই বাটা মোড় এলাকায় উপস্থিত ছিলেন, যেখানে মিছিলের পথ এবং ব্যারিকেড নিয়ে ঝামেলা হয়েছিল। ভিডিও ফুটেজে তাঁকে পুলিশ ব্যারিকেড ছুড়তেও দেখা যায়।

স্বাভাবিকভাবে এই গ্রেফতারির ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। মহেশতলার ঘটনার পরই এলাকায় যেতে চেয়ে রাজ্য পুলিশের ডিজিকে আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি শিবিরও ময়দানে নেমেছে শাসক দলের বিরোধিতায়। এই অবস্থায় তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, বিস্ফোরক সহ ধরা পড়েছেন বিজেপি-আরএসএস কর্মী। বোঝাই যাচ্ছে, বিজেপি নেতারা কী কারণে ওই এলাকায় যেতে চাইছেন। কুৎসা রটানোর পরিকল্পনা এবং ষড়যন্ত্র করছে বিজেপি বলে দাবি তাঁর। কুণালের দাবি, বিজেপিই এমন ঘটনা ঘটিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। 

তৃণমূল যুবনেতা দেবাংশুর বক্তব্য, মহেশতলায় বিস্ফোরকগুলি ব্যবহার করার ছক ছিল না বিজেপির, এটা বলা যায় না। যে সময়ে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তার কয়েক ঘণ্টা পরই বজবজ থানা এলাকা থেকে বিজেপি-আরএসএস সক্রিয় সদস্য সহ ৫ জন গ্রেফতার হয়। অন্যদিকে, মহেশতলায় যাওয়ার জন্য উঠেপড়ে লেগেছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। এতেই বোঝা যায় আরও উস্কানি দিয়ে পরিস্থিতি খারাপ করার ছক রয়েছে বিজেপির। 


ভিডিও স্টোরি