শেষ আপডেট: 16th September 2024 19:34
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকর্মা পুজো মানেই আকাশ জুড়ে পেটকাটি, চাঁদিয়াল, বগ্গার লড়াই। নীল আকাশে অবাধ বিচরণ করবে এক ঝাঁক ঘুড়ি। এবছর মানুষ উৎসব ছেড়ে পথে নেমেছে জাস্টিস চাইতে। তাই ঘুড়িতেও প্রতিবাদ। রাতদখলের পরে বিশ্বকর্মা পুজোর আকাশ ছেয়ে যাবে "উই ওয়ান্ট জাস্টিস" স্লোগানে। ঘুড়ি বিক্রেতারা জানিয়েছেন, ক্রেতাদের মধ্যে আরজি করের প্রতিবাদে তৈরি এই ঘুড়ি চাহিদা বেশি।
কোনও ঘুড়িতে দেখা, "তিলোত্তমা হারে না"। কোথাও লেখা "বিচার পাক অভয়া"। কোনওটিতে আবার অরিজিৎ সিংয়ের গানের লাইন "আর কবে"। সাধারণ ঘুড়ির থেকে বাজারে দেদার বিকোচ্ছে এই অভিনব ঘুড়ি।
আরজি কর হাসপাতালের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনা পরে প্রতিবাদের আগুনে উত্তাল গোটা রাজ্য। উৎসব ভুলে সকলের দাবি "বিচার চাই"। একই সঙ্গে নারী নিরাপত্তা নিশ্চিত করার দাবিও উঠেছে।খাবারের বিল, পুজোর চাঁদা, ডাক্তারের প্রেসক্রিপশনে জাস্টিস স্লোগান ফুটে উঠেছে। এবার ঘুড়িতেও একই দাবি ফুটে উঠল।
কলকাতা হাতিবাগান, লেবুতলা, বাজার ছেয়ে গেছে এমন প্রতিবাদী ঘুড়িতে। হাতিবাগানের এক ঘুড়ি বিক্রেতা বলেন, অনেকেই চাইছে ঘুড়ি উড়িয়ে সদ্য ঘটে যাওয়া ঘটনার বিচার চাইবেন। তাই এই ধরণের স্লোগান লেখা ঘুড়ি তৈরি করেছি। একেকটার দাম ১৫ টাকা। লেবুতলার এক ঘুড়ি বিক্রেতার কথায়, "এরকম ১০০ ঘুড়ি অর্ডার পেয়েছিলাম৷ ফের ২০০ ঘুড়ি অর্ডার পেয়েছি। সবই নিমেষের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এই ঘুড়ি এতো চাহিদা হবে কল্পনা করিনি।"