বিরুপাক্ষ বিশ্বাস ও অভীক দে।
শেষ আপডেট: 21st September 2024 16:28
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনায় সকালে সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরে ডেকে পাঠানো হয় সন্দীপ ঘনিষ্ঠ আর এক চিকিৎসক-নেতা অভীক দে'কেও
আরজি করে ডাক্তারি ছাত্রী খুনের ঘটনার পর সেমিনার হলের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে বিরূপাক্ষ ও অভীককে দেখা গিয়েছিল বলে অভিযোগ। এব্যাপারেই তদন্তকারীরা সন্দীপ ঘনিষ্ঠ দুই চিকিৎসককে তলব করেছেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
আরজি কর কাণ্ডের পরে মেডিক্যাল দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ উঠে এসেছে। ছাত্রী খুনের মামলার পাশাপাশি আরজি করের দুর্নীতিরও তদন্ত করছে সিবিআই। সন্দীপ ঘোষ-সহ একাধিক ডাক্তার এই দুর্নীতিতে অভিযুক্ত বলে দাবি করা হচ্ছে। সম্প্রতি এই তালিকায় বর্ধমান মেডিক্যাল কলেজে ডাক্তার অভীক দে'র পাশাপাশি বিরূপাক্ষ বিশ্বাসের নামও জুড়েছে। তাদের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগও রয়েছে।
কে এই বিরূপাক্ষ বিশ্বাস?
সূত্রের খবর, বর্ধমান মেডিক্যালের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্স ডক্টর বিরূপাক্ষ চিকিৎসক মহলে যথেষ্ট প্রভাবশালী হিসেবে পরিচিত। সন্দীপ ঘোষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতাও সর্বজন বিদিত। সম্প্রতি একটি অডিও ভাইরাল হওয়ার পরেই ডাক্তার বিরূপাক্ষের নাম উঠে আসে। যদিও এই ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।
এরপরে স্বাস্থ্য দফতর থেকে তাঁকে বদলি করে। বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠায়। কিন্তু ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসকে নিয়ে অসন্তাষের রেশ পৌঁছে যায় কাকদ্বীপেও। কাজে যোগ দিতে গেলে তাঁকে বাধার মুখে পড়তে হবে, এমন হুঁশিয়ারি দিয়েই পোস্টার সাঁটানো হয়ে হাসপাতালে। এরপরই স্বাস্থ্য দফতরের তরফে এক বিজ্ঞপ্তিতে বিরূপাক্ষকে সাসপেন্ড করার কথা জানানো হয়। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রশ্নের মুখে সন্দীপ ঘনিষ্ঠ এই প্রভাবশালী চিকিৎসক।
কে এই অভীক দে?
সূত্রের দাবি, এসএসকেএমের পিজিটি এই অভীক, হাসপাতালে মেডিক্যাল মাফিয়া চক্র চালান। তার দলবলই সিন্ডিকেট চালাচ্ছে বলে অভিযোগ। ওই লবির আবার দুটি শাখা রয়েছে দক্ষিণবঙ্গ লবি, উত্তরবঙ্গ লবি। বয়স ও অভিজ্ঞতাতে ছোটো হলেও এই অভীক দে নাকি যথেষ্ঠ প্রভাবশালী।
শুধু দুর্নীতি নয়, আরজি করে চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনাতেও নাম জড়িয়েছে সন্দীপ ঘনিষ্ঠ এই চিকিৎসকের। গত ৯ অগস্ট আরজি করের সেমিনার হলে ডাক্তারি ছাত্রীর রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনাস্থলেও অভীককে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল বলে অভিযোগ।