শেষ আপডেট: 22nd June 2023 08:53
দ্য ওয়াল ব্যুরো: প্রিয় সঙ্গীকে হারানোর যন্ত্রণা ভোলার নয়। দীর্ঘদিনের সঙ্গীকে হারানোর পরেই যেন প্রকৃত বোঝা যায় ভালবাসার মর্ম। মানুষের চেয়েও অনেক বেশি অনুভূতিপ্রবণ হয় অবলা পশুপাখিরা, এমন কথা দাবি করেন অনেক গবেষকই। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে যেন সেই কথাই আরও একবার অনুভব করলেন সকলে।
ভিডিওতে দেখা যাচ্ছে একটি পাখি ঠায় বসে রয়েছে অন্য একটি মৃত পাখির পাশে। সেই মৃত পাখিটিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হলেও কিছুতেই তাকে সরাতে দিচ্ছে না পাশের পাখিটি। যেন মৃত সঙ্গীর দেহ পাহারা দিচ্ছে সে, কিছুতেই ছেড়ে যেতে দেবে না তার সঙ্গীকে।
https://twitter.com/susantananda3/status/1671436875201150979?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1671436875201150979%7Ctwgr%5Eb93eb111bf45f554ee9b7c78d00d6a77e2237c87%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Ftrending-news%2Fstory%2Fbird-refuses-to-leave-its-dead-partners-side-in-viral-video-the-ending-will-break-your-heart-2396251-2023-06-22
ভিডিওটি দেখে চোখের জল বাঁধ মানছে না নেটিজেনদের। অবলা পাখির এই অসম্পূর্ণ ভালবাসাকে আগলে রাখার চেষ্টা খুবই বেদনাদায়ক, মানছেন অনেকেই। কেউ কেউ মন্তব্য করছেন, 'সব ভালবাসা পূর্ণতা পায় না'। আবার অনেকে অনুভব করার চেষ্টা করছেন সঙ্গীকে হারিয়ে সেই পাখির কষ্ট।
ইদানিং 'সোলমেট' বা আত্মার আত্মীয় শব্দটি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করেন নেটিজেনরা। তবে মানুষের মধ্যে যে খাঁটি অনুভূতির অভাব আছে তা নেই পশুপাখিদের মধ্যে। সেই কারণেই হয়তো 'সোলমেট' শব্দটি এই পাখিটির জন্যই বেশি উপযুক্ত, বক্তব্য নেটিজেনদের।
দাউদাউ জ্বলছে বাড়ি, একরত্তি কুকুরছানা লুকিয়ে কমোডের পিছনে! জান লড়িয়ে উদ্ধার করলেন দমকলকর্মীরা