দ্য ওয়াল ব্যুরো: লক্ষ্মীপুজোর সকালে মর্মান্তিক ঘটনা। সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে বেরিয়েছিলেন যাঁরা, ক্লাবের কাছে রাস্তার পাশে চোখ পড়তেই তাঁরা শিউরে ওঠেন। এক যুবকের নিথর দেহ পড়ে রয়েছে, রক্তে ভেসে যাচ্ছে সারা শরীর। দেখলেই মনে হচ্ছে, ভোঁতা কিছু দিয়ে তীব্র আঘাত করে খুন করা হয়েছে তাঁকে।
শনিবার সাত সকালের বীরভূমের সিউড়ির সাঁইথিয়ায় রেনবো ক্লাবের পাশ থেকে ওই যুবকের দেহটি উদ্ধার করে পুলিশ। পথ চলতি লোকজন সকালবেলা তা দেখতে পেয়ে সিউড়ি থানায় খবর দেন। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
সূত্রের খবর, মধ্য বয়সি ওই যুবকের পরিচয় এখনও জানা যায়নি। তাঁর পরনে জিন্স এবং একটি চেক শার্ট ছিল। মাথার পিছনে ছিল গভীর ক্ষত। সেখান থেকেই টাটকা রক্ত বেরিয়ে এসে ভিজিয়ে দিয়েছিল রাস্তা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুন করা হয়েছে ওই যুবককে। ভারী, ভোঁতা কোনও অস্ত্র, খুব সম্ভবত পাথর জাতীয় কিছু দিয়ে আঘাত করা হয়েছিল তাঁর মাথার পিছনে।
তবে দুর্ঘটনার তত্ত্বও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ঠিক কী কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে তা জানতে ময়নাতদন্তের রিপোর্ট এসে পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। মৃতের পরিচয় খুঁজে বের করার চেষ্টা চলছে।