শেষ আপডেট: 1st September 2024 09:52
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর-কাণ্ডে আন্দোলিত সমাজ। স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে আন্দোলনে নেমেছেন জুনিয়র চিকিৎসকেরা। তারই মাঝে ফের কর্মস্থলে শ্লীলতাহানির অভিযোগ আনলেন এক নার্স। শনিবার রাতে ঘটনাটি বীরভূমের।
অভিযোগ, স্ট্রেচারে শুয়েই কর্তব্যরত এক নার্সের শ্লীলতাহানী করেছেন ওই রোগী। শনিবার রাতের ওই ঘটনায় উত্তেজনা ছড়ায় বীরভূমের ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। নার্সের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে অভিযুক্ত রোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
বীরভূমের ওই ব্লক স্বাস্থ্যকেন্দ্রের নার্স পুলিশকে জানিয়েছেন, শনিবার রাতে এক যুবক নিয়ে তাঁর পরিজনেরা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আসেন। জরুরি বিভাগে চিকিৎসকের পরামর্শে নার্স ওই যুবককে স্যালাইন দিতে যায়। অভিযোগ, তখনই ওই রোগী নার্সের শরীর স্পর্শ করে, তাঁকে শ্লীলতাহানি করে।
ঘটনার সময় নার্সের সঙ্গে ছিলেন এক স্বাস্থ্য কর্মী। তিনি বলেন, "স্যালাইনের জন্য রোগীর হাতে চ্যানেল করছিলেন সিস্টার। তখনই ওই যুবক শ্লীলতাহানি করে। প্রতিবাদ জানালে গালিগালিজও করে।"
অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে অভিযুক্ত রোগীকে গ্রেফতার করে পুলিশ। তবে ঘটনাকে কেন্দ্র করে নতুন করে শোরগোল তৈরি হয়েছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে। তাঁদের কথায়, আরজি কর ইস্যুতে সারা দেশে আন্দোলন সংগঠিত হচ্ছে। তারপরেও এঘটনা ফের প্রমাণ করে দিল., কর্মস্থলে চিকিৎক ও স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার হালটা কেমন।