শেষ আপডেট: 10th March 2025 18:07
দ্য ওয়াল ব্যুরো: সোমবার বিধানসভায় (West Bengal Assembly) হইচইয়ের জন্য দুই বিজেপি বিধায়ককে মার্শাল ডেকে বের করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। যার প্রতিবাদে দলের বাকি বিধায়করাও কক্ষ ছেড়ে বেরিয়ে বিক্ষোভ দেখান। অন্যদিকে, কারণ দর্শিয়ে একজনকে সাসপেন্ডও করে দেন অধ্যক্ষ। বিরোধীকণ্ঠ রোধ করা হচ্ছে অভিযোগ তুলে বিমানের 'মুখোশ খুলতে' ১৯ তারিখ বারুইপুরে মিছিলের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সে খবর শুনে বিব্রত নন অধ্যক্ষ। বরং আনন্দিতই তিনি।
শুভেন্দুকে পাল্টা দিয়ে বিমান বলেন, "বাহ, আমি মাইক বেঁধে দেব। মঞ্চ তৈরি করে দেব। তবে লোক তো আমি এনে দিতে পারব না। লোক আনতে হবে নন্দীগ্রাম থেকে। তবে একটা কথা বলতে পারি, এটা করলে আমার প্রচার জোরদার হবে।"
এদিন অধিবেশন চলাকালীন বিধানসভায় বিজেপি বিধায়কদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তারপরই বিজেপির মুখ্য সচেতক শংকর ঘোষ ও বিজেপি বিধায়ক মনোজ ওরাওঁকে বের করে দেওয়া হয়। সাসপেন্ড করা হয় বিজেপি বিধায়ক দীপক বর্মনকে।
অধিবেশন কক্ষ থেকে বেরিয়েই গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলনেতা। অধ্যক্ষ বিমানের বিধানসভা কেন্দ্র বারুইপুর পশ্চিমে মিছিল ও সভার ডাক দেন তিনি। জানান, আগামী ১৯ মার্চ সেখানে সভা করবে বিজেপি। তারই পাল্টা দিলেন অধ্যক্ষ।