শেষ আপডেট: 28th November 2023 00:03
দ্য ওয়াল ব্যুরো: ফের কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা। সোমবার সন্ধেয় কলকাতার মা উড়ালপুলের ওপর বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন আরোহীরা। আহতদের উদ্ধারের কাজে নিজেই হাত লাগান রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।
জানা গেছে, এদিন সন্ধের সময় মা উড়ালপুলের ওপর দু'টি বাইক দুর্ঘটনার কবলে পড়ে। ছিটকে সেতুর ওপরই পড়ে যান বাইক চালক ও আরোহীরা। যা জেরে উড়ালপুলের ওপর তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনার সময় মা উড়ালপুল দিয়েই যাচ্ছিলেন ফিরহাদ। যানজটে আটকে পড়েন তিনি।
কী ঘটেছে জানার জন্য খোঁজ খবর নেওয়া শুরু করেন মেয়র। জানতে পারেন উড়ালপুলের ওপর বাইক দুর্ঘটনা ঘটেছে। তারপরই নিজের গাড়ি থেকে নেমে তিনি সোজা চলে যান দুর্ঘটনাস্থলে। পরিস্থিতি বুঝে নিয়ে নিজেই ফোন করেন অ্যাম্বুলেন্সে।
মেয়রের ফোন পেয়ে তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছয় দু'টি অ্যাম্বুলেন্স। আহতদের উদ্ধারকাজে নিজেই হাত লাগান ফিরহাদ। তাঁদের ধরাধরি করে অ্যাম্বুলেন্সে তুলে দেন তিনি। তারপর আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। পরে হাসপাতালে ফোন করে আহতদের খবরাখবরও নেন ফিরহাদ।