শেষ আপডেট: 23rd November 2021 05:40
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলে যোগ দিতে চলেছেন কংগ্রেস নেতা কীর্তি আজাদ (Bihar)। সূত্রের খবর, আজ মঙ্গলবারই দিল্লিতে ঘাসফুলের পতাকা হাতে তুলে নেবেন তিনি। শিশুদের সঙ্গে ওরাল সেক্স গুরুতর অপরাধ নয়! দোষীর সাজা কমিয়ে দিল এলাহাবাদ হাইকোর্ট বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভগবৎ ঝা আজাদের ছেলে কীর্তি আজাদ। বর্তমানে বিহারের রাজনীতিতে তেমন দাপট নেই তাঁর। তবে তিনি রাজনৈতিক মহলে বড় নাম। সেই কারণেই হয়তো তাঁকে দলে নিচ্ছে তৃণমূল কংগ্রেস। এতে বাংলার বাইরে খানিক দল ভারী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। মোদী-শাহদের সঙ্গে কোনওদিনই বনিবনা ছিল না কীর্তি আজাদের। কারণ, তাঁর মূল বিবাদ ছিল অরুণ জেটলির সঙ্গে। আবার জেটলি ছিলেন মোদী-শাহর অত্যন্ত ঘনিষ্ঠ ও পরামর্শদাতা। এবার তৃণমূলের পতাকা বেছে নিচ্ছেন সেই আজাদ। বিধানসভা নির্বাচনে সাফল্যের পর বাংলার বাইরে ক্ষমতা দখলে ঝাঁপিয়েছে তৃণমূল। ত্রিপুরায় তাদের রাজনৈতিক কর্মসূচি লেগেই আছে। গোয়াতেও সম্প্রতি গিয়েছিলেন মমতা। একের পর এক ভিন-রাজ্যের নেতারা তৃণমূলে ভিড়তে শুরু করেছেন। সেই দলেই নাম লেখাচ্ছেন কীর্তি আজাদও। তবে তাঁর এই ঘাসফুলে যোগদানের কথা এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'