শেষ আপডেট: 19th January 2024 19:06
দ্য ওয়াল ব্যুরো: আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। সেদিনই হাওড়া-ধর্মতলা রুটে ইস্ট-ওয়েস্ট মেট্রোর গঙ্গার নীচের অংশ পরিদর্শন করবেন মেট্রো রেলের চিফ অফ রেলওয়ে সেফটি অফিসার জনককুমার গর্গ।
বিশেষ এই দিনেই রেলের পদস্থ কর্তার এমন পরিদর্শন কর্মসূচি কেন? নেপথ্যে কি বড় কোনও আপডেট?
মেট্রো রেল সূত্রের খবর, এমন সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মনে করা হচ্ছে, ওই দিনই হাওড়া ময়দান থেকে ধর্মতলা মেট্রো পরিষেবা শুরুর ছাড়পত্র মিলতে পারে। সেকারণেই বিশেষ ওই দিনটিকে পরিদর্শনের জন্য বেছে নেওয়া হয়েছে ।
মেট্রো রেল সূত্রের খবর, এর আগে গত ডিসেম্বরে মাটির নীচে মেট্রোর সংশ্লিষ্ট অংশটি পরিদর্শন করেছিল কমিশন অফ রেলওয়ে সেফটির এক প্রতিনিধি দল। সেই সময় মোট ১৮টি ত্রুটি চিহ্নিত করেছিলেন মেট্রো রেলের আধিকারিকরা। সূত্রের খবর, ওই ত্রুটিকে সংশোধন করা হয়েছে। ফলে এদফার পরিদর্শনে চূড়ান্ত অনুমতি মিলতে পারে বলেই মনে করছেন একাংশ আধিকারিক।
সেক্ষেত্রে হাওড়ার সঙ্গে মধ্য কলকাতার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ এবং গতিশীল হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে। অফিস যাত্রী সহ সব শ্রেণির মানুষজনই উপকৃত হবেন। তাই নয়া এই মেট্রো পরিষেবা কবে থেকে চালু হবে, তা নিয়ে কৌতূহলের শেষ নেই সংশ্লিষ্ট রুটের আমজনতার।