শেষ আপডেট: 6th December 2024 13:19
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের উচ্চ প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং চলছে। এরই মধ্যে শূন্যপদে আরও ২৫০০ জন শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য।
নবান্ন সূত্রের খবর, বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য রাজ্যের একাধিক স্কুলে নিয়োগ করা হবে। ইতিমধ্যে মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে অনুমতিও দেওয়া হয়েছে।
বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের পড়ানোর জন্য কাদের নিয়োগ করা হবে?
জানা যাচ্ছে, এজন্য আবেদনকারীর রিহ্যাবিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত বিএড পাশ হতে হবে। তবেই মিলবে পরীক্ষায় বসার অনুমতি। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সফল উত্তীর্ণরা উচ্চ প্রাথমিক ও নবম – দশম স্কুলে শিক্ষকতার ছাড়পত্র পাবেন।
জানা যাচ্ছে, বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য নির্দিষ্টভাবে শিক্ষক নিয়োগের পদ্ধতি এতদিন রাজ্যে ছিল না। ফলে বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের নানাবিধ সমস্যায় পড়তে হত। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এক্ষেত্রে নিযুক্ত শিক্ষকদের পাশাপাশি একাধিক স্কুলে ক্লাস করতে হতে পারে।