শেষ আপডেট: 14th March 2025 11:08
দ্য ওয়াল ব্যুরো: অতীতে দোলের দিনই শান্তিনিকেতনে (Santiniketan) বসন্তোৎসের (basanta utsav) আয়োজন করা হত। সেখানে বহিরাগতরাও প্রবেশ করতে পারতেন। লোকে লোকারণ্য হত রবি ঠাকুরের স্নেহধন্য শান্তিনিকেতন।
কিন্তু বিধি বাম। লকডাউনের আগে ২০১৯ সালে এখানে শেষবার আশ্রমের মাঠে হয়েছিল বসন্তোৎসব। তারপর ইউনেস্কো থেকে হেরিটেজল তকমা পাওয়ার পর ঐতিহ্য অক্ষুন্ন রাখতে বিশ্বভারতীতে বসন্তোৎসবে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তারপর থেকে দোলের আগেই শান্তিনিকেতনে অনুষ্ঠিত হয় বসন্তোৎসব। যেমন এবারে ১১ মার্চ বিশ্বভারতীর মধ্যে অনুষ্ঠিত হয়েছে দোল উৎসব।
ফলে দোলের দিন কার্যত ফাঁকা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তথা শান্তিনিকেতন। কোনওভাবেই যাতে ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে আঘাত না পড়ে সে কারণে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে নিরাপত্তার জন্য। সোনাঝুরি খোয়াইয়ের জঙ্গলে পর্যটকদের যাতায়াত ও আবির খেলায় বাধা না থাকলেও সোনাঝুরির রাস্তায় যেতে দেওয়া হচ্ছে না কোনও ধরনের বড় গাড়ি। ফলে সমস্যায় পড়েছেন বাইরে থাকা আসা পর্যটকদের অনেকেই।
তারই মধ্যে সোনাঝুরিতে কিছু পর্যটককে আবির খেলায় মেতে উঠতে দেখা গেল। অন্যদিকে বোলপুরের বিভিন্ন ওয়ার্ডে শুরু হয়েছে বসন্ত উৎসবের অনুষ্ঠান। শান্তিনিকেতন লাগোয়া রতনপল্লী, জামবুনি, সতীপীঠ কঙ্কালীতলা-সহ বিভিন্ন স্থানে অনুষ্ঠান শুরু হতেই পর্যটক ও স্থানীয়রা ভিড় জমিয়েছেন।