শেষ আপডেট: 17th February 2025 14:40
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভার অধিবেশনে রাজ্যের পর্যটন নিয়ে আলোচনার সময়ে মন্ত্রী ইন্দ্রনীল সেনকে উদ্দেশ্য করে বিশেষ বার্তা দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁকে কার্যত বিধানসভার নিয়ম মনে করালেন তিনি। বিজেপি বিধায়কের এক প্রশ্নকে কেন্দ্র করেই এমন পরিস্থিতি তৈরি হয়। কিন্তু ইন্দ্রনীল সেনকে কেন এমন বললেন বিধানসভার অধ্যক্ষ?
সোমবার বিধানসভায় পর্যটন সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন করেন বিজেপি বিধায়ক নরহরি মাহাতো। তার উত্তরে ইন্দ্রনীল সেন বলেন, প্রকল্প সংক্রান্ত বিষয়ে জানতে জেলাশাসকের মাধ্যমে আসতে হবে। এরপরই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে উদ্দেশ্য করে বলেন, ''বিধানসভার নিয়মানুযায়ী অন রেকর্ড প্রশ্নের ক্ষেত্রে প্রস্তাব আপনাকে বাস্তবায়ন করতে হবে। এটা বিধানসভা, ডিএম অফিস নয়। এর একটা মর্যাদা আছে। ফলে যেটা দরকার সেটা করতেই হবে। কোনও বিধায়ক প্রশ্ন করলে, তার উত্তর বিধানসভাতেই দিতে হবে।''
অধ্যক্ষের কথা শুনে পর্যটন নিয়ে সঙ্গে সঙ্গেই একাধিক তথ্য পেশ করেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। জানান, ৭১ কোটি টাকার পর্যটন প্রকল্প হতে চলেছে। আপাতত ৭০টি প্রকল্পের কাজ নেওয়া হয়েছে এছাড়া ৫ হাজার ৬০০ কোটি টাকা লগ্নি হতে চলেছে। কদিন আগের বাণিজ্য সম্মেলনে মৌ চুক্তি সম্পন্ন হয়েছে বলেও বিধানসভায় জানান ইন্দ্রনীল সেন।
এবারের বাণিজ্য সম্মেলনে মোট ৪ লক্ষ ৪৪ হাজার ৫৯৫ কোটি টাকার লগ্নির প্রস্তাব এসেছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও জানিয়েছিলেন, গত সাতটি বাণিজ্য সম্মেলনে মোট ১৯.৫ লক্ষ কোটি টাকা লগ্নির প্রস্তাব এসেছিল। তার মধ্যে ১৩ লক্ষ কোটি টাকার কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। আরও ৬ লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রক্রিয়া চলছে। এছাড়া এবারের বাণিজ্য সম্মেলনে মোট ২১২টি মৌ সাক্ষর হয়েছে।