শেষ আপডেট: 17th January 2025 20:44
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর আন্দোলনের অন্যতম মুখ জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়ার কাকদ্বীপের বাড়িতে তল্লাশি চালিয়েছিল পুলিশ। ওয়েস্টবেঙ্গল মেডিক্যাল কাউন্সিল অভিযোগ তোলে নিজের ডিগ্রি ভাঁড়িয়েছেন নাইয়া। যার জন্য তাঁকে নোটিসও পাঠায় তারা। এবার জুনিয়র চিকিৎসককে তলব করল পুলিশ। সোমবার সকালে ইলেকট্রনিক্স থানায় তাঁকে হাজিরার নোটিস পাঠানো হয়েছে।
বিশেষজ্ঞ না হয়েই স্পেশালিস্ট হিসেবে প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগ রয়েছে আসফাকুল্লা নাইয়ার বিরুদ্ধে। নিয়ম ভেঙে ইএনটি বিশেষজ্ঞ পরিচয় দিয়ে প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগেই এবার নোটিস পাঠানো হয়েছে।
বস্তুত, কুণালের অভিযোগ ছিল, পিজিটি হয়েও হুগলির সিঙ্গুরে নিজেকে ইএনটি-র সার্জেন পরিচয় দিয়ে চেম্বার করছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের অন্যতম নেতা আসফাকুল্লা নাইয়া। বিষয়টি তদন্তের দাবিও জানিয়েছিলেন কুণাল।
তবে কুণালের আনা অভিযোগের সময় নাইয়া দাবি করেছিলেন, তিনি যেহেতু আরজি কর আন্দোলনের অন্যতম মুখ এবং আরজি করের বিচারের দাবিতে ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট এখনও আন্দোলন জারি রেখেছে তাই প্রতিহিংসা পরায়ণ আচরণ করা হচ্ছে।
আজ তাঁকে হাজিরার নোটিস ধরানোর পরও জুনিয়র ডাক্তার তাঁর নিজের অবস্থানে অনড়। এও জানিয়েছেন, তিনি ইলেকট্রনিক্স থানায় গিয়ে হাজিরা দেবেন।