শেষ আপডেট: 1st June 2023 05:03
ভোজপুরি গায়িকার অনুষ্ঠানে চলল গুলি! গুরুতর আহত নিশা উপাধ্যায়
দ্য ওয়াল ব্যুরো: জমজমাট অনুষ্ঠান চলছিল, মঞ্চে উপস্থিত গায়িকার ভোজপুরি গানের তালে কোমর দোলাচ্ছিলেন অনেকেই। আচমকাই ছন্দপতন! ভরা অনুষ্ঠানে চলল গুলি! আর তাতে আহত হলেন স্বয়ং গায়িকা! ঘটনাটি ঘটেছে বিহারের যজ্ঞোপবীত অঞ্চলে।
বুধবার একটি অনুষ্ঠানে গিয়েছিলেন জনপ্রিয় ভোজপুরি গায়িকা নিশা উপাধ্যায়। সেখানেই নিয়মমতো জনপ্রিয় গান গাইছিলেন একের পর এক। আচমকাই দর্শকদের মধ্যে থেকেই শুরু হয় গুলি চালানো। সেই গুলি সোজা এসে লাগে মঞ্চে উপস্থিত নিশার গায়ে। মঞ্চেই আহত অবস্থায় লুটিয়ে পড়েন নিশা।
বিহারের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে নিশাকে। জানা গেছে, এই মুহূর্তে আগের চেয়ে কিছুটা স্থিতিশীল গায়িকা। কিন্তু কীভাবে ঘটল এই ঘটনা?
এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা আচমকা গুলি চালানো শুরু করল তা খোঁজ করা হচ্ছে। পাশাপাশি, গায়িকা নিশাকে খুনের উদ্দেশে কেউ পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটিয়েছে কিনা তাও খোঁজ চলছে প্রশাসনের পক্ষ থেকে।