শেষ আপডেট: 17th March 2025 14:17
দ্য ওয়াল ব্যুরো: হাওড়ায় (Howrah) সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা (Road Accident)। ১৬ নম্বর জাতীয় সড়কে বাগনানের কাছে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভারত সেবাশ্রম সংঘের (Bharat Sevashram Sangha) এক সন্ন্যাসী ও এক সেবকের। সঙ্গে আরও পাঁচ জন গুরুতর আহত হন।
সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ এই মর্মান্তিক ঘটনা ঘটে। কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, সংঘের সন্ন্যাসী স্বামী শুভঙ্করানন্দ মহারাজ (৫৫) ও সেবক বাসুদেবের (৬০) মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের।
পুলিশের তরফে জানানো হয়েছে, গড়িয়ার ভারত সেবাশ্রম সংঘের একটি ম্যাটাডোর পূর্ব মেদিনীপুরের মহিষাদলের দিকে যাচ্ছিল। হাওড়ার বাগনান লাইব্রেরি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টো দিকের লেনে ঢুকে পড়ে। ঠিক তখনই বালি বোঝাই লরির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় ম্যাটাডোরটি।
বিকট শব্দ পেয়ে স্থানীয়রা এসে উদ্ধারকাজে হাত লাগান। সন্ন্যাসী ও সেবককে আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সেখানেই তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, এই জাতীয় সড়কে রাতের বেলায় অতিরিক্ত গতিতে লরি চলাচল করে এবং বারবার দুর্ঘটনা ঘটে। তদারকি নেই বললেই চলে। তাঁরা দ্রুত এই অঞ্চলে ট্রাফিক পুলিশের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।