শেষ আপডেট: 18 May 2023 14:31
দ্য ওয়াল ব্যুরো: প্যারাসিটামল, ভিটামিন, অ্যান্টিবায়োটিক, জিঙ্ক সাপ্লিমেন্ট ইত্যাদি কিসসু লাগবে না। স্রেফ ভাবিজি পাঁপড় (Bhabhiji Papad) খেলেই করোনাভাইরাস একেবারে হইহই করে পালাবে!
ঘটনাটা মনে পড়ছে (Arjun Ram Meghwal)? দেশজুড়ে তখন চোখ রাঙাচ্ছে কোভিড! চার্লস ডিকেন্স লিখেছিলেন, 'it was the age of wisdom, it was the age of foolishness, it was the epoch of belief, it was the epoch of incredulity'। তখন অবস্থাটা প্রায় সেইরকম। একদিকে চলছে প্রতিষেধক বানানো নিয়ে দেশ-বিদেশের বিজ্ঞানীদের তুমুল পরিশ্রম ও গবেষণা। অন্যদিকে একের পর এক ভুয়ো টোটকায় সমাজমাধ্যম ছেয়ে গিয়েছে। কীভাবে করোনাভাইরাসের আক্রমণকে সামলাবে, বুঝে উঠতে পারছে না আমজনতা।
তখনই সমাজমাধ্যমে ভাইরাল হয় সেই 'বিখ্যাত' ভিডিও। রাজস্থানের এক বিজেপি সাংসদ হাতে দুটো পাঁপড়ের প্যাকেট নিয়ে বলছেন, 'আত্মনির্ভর ভারত অভিযানের এক সুফল, এই ভাবিজি পাঁপড়। এই পাঁপড় এমনই যে, করোনাভাইরাস মোকাবিলায় যে অ্যান্টিবডি লাগে, এই পাঁপড় খেলে সহজেই সেসব শরীরে তৈরি হবে। আশা করছি, আত্মনির্ভর ভারত অভিযানে এই পাঁপড় অনেকটাই সদর্থক ভূমিকা নেবে।'
কোভিড মোকাবিলায় নানা উদ্ভট দাওয়াইয়ের নজির তখনও পাওয়া গিয়েছে, তারপরেও ঢের মিলেছে। কিন্তু একেবারে খোদ শাসক দলের সাংসদ নিজে করোনা তাড়াতে ভাবিজি পাঁপড় খেতে বলবেন, এতটা বোধ হয় বিরোধীরাও আশা করেনি। তারপর থেকে পাতে না পড়ুক, টুইটারে অন্তত বেশ কয়েকদিন ধরে রীতিমত ট্রেন্ড করেছিল ভাবিজি পাঁপড়। আর সঙ্গে সেই বিজেপি সাংসদ, তৎকালীন ভারী শিল্প বিষয়ক মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, অর্জুন রাম মেঘওয়াল।
ঘটনাচক্রে, মাত্র দুই সপ্তাহের মধ্যেই অর্জুন নিজেই কোভিডে আক্রান্ত হ'ন। তিনি যদিও ভাবিজি পাঁপড়ে আস্থা রাখেননি। কালবিলম্ব না করে ডাক্তারি পরামর্শ মেনে ভর্তি হয়ে যান নয়াদিল্লির এইমসে।
এবার এই সত্তর ছুঁই ছুঁই অর্জুন রাম মেঘওয়ালকেই নতুন আইনমন্ত্রী হিসেবে নিয়োগ করল নরেন্দ্র মোদী সরকার। বিদায়ী আইনমন্ত্রী কিরেন রিজিজু গেলেন ভূবিজ্ঞান মন্ত্রকের দায়িত্বে।
যদিও অর্জুন রাম মেঘওয়াল রাজস্থান বিজেপির রীতিমতো তফশিলি সম্প্রদায়ের মুখ। রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স, পরে রাজস্থানের রাজ্য সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমলার চাকরি করেছেন প্রায় সতেরো বছর। শেষে ১৯৯৯ সালে পদোন্নতির মাধ্যমে যোগ দেন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের রাজস্থান ক্যাডারে। আইএএস হিসেবে কাজ করেছেন উচ্চশিক্ষা বিভাগে, পরে জেলাশাসক হিসেবে। পরে স্বেচ্ছাবসর নিয়ে বিজেপিতে যোগ দেন।
কিরেন রিজিজু যদিও আইনমন্ত্রী হিসেবে যথেষ্ট নজর কেড়েছেন। অরুণাচলের এই সাংসদ বিজেপির উত্তরপূর্বের বিখ্যাত মুখ। আইনে স্নাতক কিরেন কখনও পেশাদারিভাবে ওকালতি করেননি। কিন্তু সম্প্রতি একের পর এক আইনি ব্যাপারে সুপ্রিম কোর্টের সঙ্গে সংঘাতে জড়িয়েছে কেন্দ্রীয় সরকার। যেখানে কেন্দ্রের হয়ে আদালতের বাইরে সুর চড়িয়েছেন কিরেন। বিশেষ করে সংবিধানের মৌলিক কাঠামো বা 'বেসিক স্ট্রাকচার ডকট্রিন', বিচারপতিদের নিয়োগ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট প্রকাশ্যে আনা ইত্যাদি নানা ব্যাপারে সমালোচনা করেছেন কিরেন।
এবার তাঁর জায়গাতেই আনা হল ভাবিজি পাঁপড়-খ্যাত অর্জুনকে।
মোদীর নতুন আইনমন্ত্রীর ১৩ বছর বয়সে বিয়ে! অফিসে, সংসদে যান সাইকেলে