শেষ আপডেট: 6th February 2025 21:37
দ্য ওয়াল ব্যুরো: বিশ্ববাণিজ্য সম্মেলন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতার দাবি, বিজিবিএস আসলে একটি সার্কাস। মুখ্যমন্ত্রী যে বিনিয়োগের কথা বলেছেন, একটি শিশুও জানে যে এটি বিশ্বের সবচেয়ে বড় মিথ্যা।
প্রতিবারের মতো এবারও ৫ ও ৬ ফেব্রুয়ারি বিশ্ব বাংলা সম্মেলনের (BGBS 2025) আয়োজন করেছিল রাজ্য। দু'দিনে ৪৬টি দেশের প্রায় দু'হাজার বিনিয়োগকারী উপস্থিত হয়েছিলেন। এদিন সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, এবারে বিশ্ব বাংলা সম্মেলন (BGBS 2025) থেকে প্রায় সাড়ে ৪ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে।
টুইটে ওই প্রসঙ্গের উল্লেখ করে শুভেন্দু লিখেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজিবিএসকে একটি সার্কাসে পরিণত করেছেন, যেখানে লোকেরা বিনোদনের জন্য আসে। এখানে উপস্থিতির একমাত্র শর্ত হল, মঞ্চে বা অনুষ্ঠানস্থলের মধ্যে কেউ হাসতে পারবে না।
CM Mamata Banerjee has reduced the stature of BGBS to a circus, where people come for entertainment. The only precondition is that the attendees can't laugh on stage or within the venue.
— Suvendu Adhikari (@SuvenduWB) February 6, 2025
The biggest LOL moment is when Mamata Banerjee announces the amount of Investment Proposals… pic.twitter.com/VBQbXAMMi1
এরপরই শুভেন্দু লিখেছেন, সবচেয়ে বড় হাস্যকর বিষয় হল, যখন মমতা বন্দ্যোপাধ্যায় চলতি বছরে প্রাপ্ত বিনিয়োগ প্রস্তাবের পরিমাণ ঘোষণা করেছেন।
শুধু এখানেই না থেমে বিরোধী দলনেতার আরও কটাক্ষ, 'বিজিবিএস-এর আসল অর্থ বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট নয়, এর প্রকৃত অর্থ হল- দেউলিয়া রাজ্যে ব্যবসার কবরস্থান'।