শেষ আপডেট: 6th November 2024 15:55
পান। খাবারের শেষ পাতে হোক কিংবা দিনের যে কোনও সময়, পানের ব্যবহার ভারতীয়দের মধ্যে বহুল প্রচলিত ও জনপ্রিয়। পানের জনপ্রিয়তা কতটা তা 'খাইকে পান বানারাসওয়ালা' গানের জনপ্রিয়তাকে দেখলেই বোঝা যায়। তবে এই গল্প বেনারসের পান নিয়ে নয়, এই গল্প এক পান বিক্রেতাকে নিয়ে।
পানের প্রতি ভালোবাসা যে কোন পর্যায়ে পৌঁছতে পারে তার হাতে-গরম উদাহরণ শান্তিপুরের এই পান বিক্রেতা। শান্তিপুর তো বটেই, এই ব্যক্তির হাতের তৈরি পান খেতে শান্তিপুরের পার্শ্ববর্তী এলাকা থেকেও মানুষ ভিড় জমান তার পানের দোকানে। তবে এই পান নিয়ে পথ চলার গল্পটা কিন্তু একটু অন্য রকম।
এক সময়ে পেশায় মুদি ব্যবসায়ী ছিলেন মিঠু সাহা নামের এই ব্যক্তি। জীবনের কোনও একটি সময় এক পান বিক্রেতার কাছে পান খেতে গিয়ে অপমানিত হন। আর এর পরই জেদের বসে নিজের মুদি ব্যবসা ছেড়ে লক্ষ্মীতলা পাড়ায় পানের দোকানের ব্যবসা শুরু করেন।
এই একটি সিদ্ধান্ত এখন তাঁর জীবন পুরোপুরি বদলে দিয়েছে। বর্তমানে মিঠুর দোকানের পান খেতে মানুষ দীর্ঘক্ষণ লাইন দিয়ে অপেক্ষা করেন। এমনও হয়েছে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে পান পাওয়া যায়নি। এতটাই পরিচিতি পেয়েছে মিঠুর পান।
৭ টাকা থেকে ১ হাজার টাকা, সব ধরনের মূল্যের পান পাওয়া যায় তাঁর কাছে! অনেকে আবার ভালোবেসে মিঠুকে 'পান সম্রাট' বলেও ডাকেন।