Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
স্বামী-স্ত্রীর গোপনে রেকর্ড করা ফোনালাপ, ডিভোর্স মামলায় গ্রহণযোগ্য সাক্ষ্যপ্রমাণ: সুপ্রিম কোর্টঝাড়গ্রামের জঙ্গল ফিরিয়ে আনছে প্রাণ, বাড়ছে হাতি-নেকড়ে-হরিণ, বনবিভাগে স্বস্তির হাওয়াEng vs Ind: চতুর্থ ইনিংসে ঋষভ পন্থের গড় ৫২, জাদেজা-সুন্দরদের পরিসংখ্যান কিন্তু ভীতিকরদু’বার বদলানো হয়েছিল ফুয়েল কন্ট্রোল ইউনিট, তাও ড্রিমলাইনার ভেঙে পড়ল কেন, উঠছে প্রশ্ন'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রানিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ একপ্রকার অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র১৮ জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ, শমীকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিসোনার গয়না বা রুপোর বাসন বন্ধক রেখে কী আর ঋণ নেওয়া যাবে না? নতুন ব্যাখ্যা রিজার্ভ ব্যাঙ্কেরসৌদি যাওয়ার টোপ! ১২ বছরের পাত্রী, ২০ বছরের বর, গোপন বিয়ের আসরে পুলিশের হানা‘তুমিই আমায় পূর্ণ করেছ!’ আলকারাজ-সিনারের দ্বৈরথের আড়ালে রয়েছে তীব্র প্যাশন, অটুট শ্রদ্ধা
Mamata Banerjee

ঘূর্ণিঝড়, বন্যাকে জয় করে কৃষিতে নতুন রেকর্ড গড়ল বাংলা, কৃষকদের কুর্নিশ মুখ্যমন্ত্রীর

২০১১ সাল থেকে বাংলার কৃষি উৎপাদনে এসেছে বিপুল পরিবর্তন। শুধু ধান নয়, বহুগুণ বেড়েছে ভুট্টা, ডাল, তেলবীজ ও সুগন্ধি চালের উৎপাদনও।

ঘূর্ণিঝড়, বন্যাকে জয় করে কৃষিতে নতুন রেকর্ড গড়ল বাংলা, কৃষকদের কুর্নিশ মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 3 July 2025 11:38

দ্য ওয়াল ব্যুরো: কৃষিক্ষেত্রে (Agriculture) আবারও নজির গড়ল বাংলা (New Record)। ২০২৪-২৫ অর্থবর্ষে রাজ্যে ধান উৎপাদন হয়েছে ২৫৬.৫৩ লক্ষ মেট্রিক টন—এত পরিমাণ ধান এর আগে কোনও বছরে উৎপন্ন হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee, West Bengal) নিজেই এই ঐতিহাসিক সাফল্যের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে কৃষকদের (Farmers) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ঘূর্ণিঝড় দানা এবং একাধিক জেলায় ভয়াবহ বন্যার পরেও এই রেকর্ড ফলন বাংলার কৃষি ব্যবস্থার শক্তি ও কৃষকদের অদম্য মনোবলেরই প্রমাণ বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর। তাঁর কথায়, “এই সাফল্যের পিছনে আছে ‘কৃষক বন্ধু’, ‘বাংলা শস্য বিমা’, ‘সুফল বাংলা’, খাজনা মুকুব, কৃষিযন্ত্রানীকরণ এবং সরকারি ক্রয়ের মতো মানুষের পক্ষে নেওয়া নানা নীতি।”

২০১১ সাল থেকে বাংলার কৃষি উৎপাদনে এসেছে বিপুল পরিবর্তন। শুধু ধান নয়, বহুগুণ বেড়েছে ভুট্টা, ডাল, তেলবীজ ও সুগন্ধি চালের উৎপাদনও।

মুখ্যমন্ত্রীর বার্তা, “আমাদের কৃষক, ভাগচাষি, খেতমজুর ও কৃষিক্ষেত্রে যুক্ত সব মানুষকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। তাঁরা দেশের মেরুদণ্ড। তাঁদের অবদান অনন্য এবং চিরস্মরণীয়।”

বিশেষজ্ঞদের মতে, একদিকে জলবায়ু সঙ্কট, অন্যদিকে কৃষিজমির উপর ক্রমাগত চাপ—এই পরিস্থিতিতে রাজ্যের কৃষকরা যেভাবে উৎপাদন বাড়িয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। রাজ্য সরকারের পরিকল্পিত সহায়তা ও সময়মতো সুবিধা পৌঁছে দেওয়ার ব্যবস্থাও এই সাফল্যের অন্যতম চাবিকাঠি বলে মত সংশ্লিষ্ট মহলের।
 


ভিডিও স্টোরি